Tuesday, August 19, 2025

শ্রমিকদের সামাজিক সুরক্ষায় ডিজিটাল রূপান্তরের পথে রাজ্য

Date:

রাজ্যের শ্রমজীবীদের জন্য বিনা মূল্যে চালু থাকা সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প এবার নতুন রূপ পেতে চলেছে। আরও আধুনিক ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তুলতে শ্রম দফতর ডিজিটাল রূপান্তরের উদ্যোগ নিয়েছে। অবসরভাতা বিলি থেকে শুরু করে আর্থিক লেনদেন ও কল্যাণমূলক পরিষেবা দ্রুত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে তৈরি হচ্ছে নতুন ই-সার্ভিসেস মডিউল। ইতিমধ্যেই আগ্রহী সংস্থাকে যুক্ত করতে দরপত্র ডেকেছে সরকার।

সবচেয়ে বেশি উপকৃত হবেন অসংগঠিত শ্রমিকরা, বিশেষ করে বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স এবং পশ্চিমবঙ্গ পরিবহন শ্রমিক সমাজিক সুরক্ষা যোজনার আওতাধীনরা। নতুন প্ল্যাটফর্মে পেনশন ব্যবস্থাপনার জন্য আলাদা মডিউল থাকবে। পেনশন বন্ধ হওয়া বা পুনরায় চালু হওয়া, নমিনি পরিবর্তন কিংবা জটিল মামলার নিষ্পত্তি—সবই মিলবে রিয়েল-টাইম পরিষেবা হিসেবে। শ্রমিক পরিবারের সদস্যদের জন্য পেনশনের সুবিধাও অন্তর্ভুক্ত করা হচ্ছে।

আর্থিক খাতের ত্রুটি মেটাতে যুক্ত হচ্ছে ক্রেডিট ও ডেবিট অ্যাডজাস্টমেন্ট টুল, যা প্রভিডেন্ট ফান্ড-সহ অন্যান্য খাতের রেকর্ড সংশোধনে সাহায্য করবে। প্রতিটি প্রকল্প ও জেলার বরাদ্দের হিসেব রাখতে স্বয়ংক্রিয় রেজিস্টার চালু হবে, ফলে আর্থিক স্বচ্ছতাও বাড়বে। সুবিধাভোগীদের জন্য আসছে একটি বেনিফিসিয়ারি ড্যাশবোর্ড, যা মোবাইল, ট্যাব বা ডেস্কটপ—সব মাধ্যমেই সহজলভ্য। এখানে ভর্তির তথ্য, নবীকরণ ও দাবি নিষ্পত্তির অবস্থা রিয়েল-টাইমে জানা যাবে। এর সঙ্গে যুক্ত হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পেমেন্ট গেটওয়ে। এর মাধ্যমে একসঙ্গে বিপুল অর্থ প্রদান কিংবা পৃথক দাবি নিষ্পত্তি দ্রুত ও নিরাপদে করা যাবে। বিশেষ ব্যবস্থায় দৃষ্টিহীন ও শারীরিকভাবে অক্ষম শ্রমিকরাও নির্বিঘ্নে পরিষেবা ব্যবহার করতে পারবেন। পুরনো সিস্টেমের তথ্য নিরাপদে স্থানান্তর করা হবে নতুন প্ল্যাটফর্মে, যাতে বিদ্যমান সুবিধাভোগীরাও কোনও সমস্যায় না পড়েন। শ্রম দফতরের এক আধিকারিক বলেন, এই পদক্ষেপ রাজ্যের সামাজিক সুরক্ষা যোজনাকে প্রযুক্তির সহায়তায় এক নতুন স্তরে নিয়ে যাবে, যেখানে শ্রমিকরা তাদের প্রাপ্য সুবিধা পাবেন আরও দ্রুত, নির্ভুল ও স্বচ্ছভাবে।

আরও পড়ুন- এসএসসি পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি রাজ্যের, বৈঠকে মুখ্যসচিব

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...

স্কুলে গুলির আতঙ্ক! শিক্ষকের উপর হামলার চেষ্টা দশম শ্রেণীর ছাত্রের

নজিরবিহীন ঘটনা ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার চোরেশ্বর হাইস্কুলে। ক্লাসে দুষ্টুমি করায় শিক্ষকের কাছে চড় খেয়ে রীতিমতো ক্ষিপ্ত হয়ে...
Exit mobile version