Friday, November 7, 2025

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয় সুপ্রিম কোর্টে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মেধাতালিকা প্রকাশে যে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) দিয়েছিল সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court)। আর এই রায়ের কয়েক ঘণ্টার মধ্যেই এবছরের জয়েন্টের ফল প্রকাশ করে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEEB)। এত দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় নিজের খুশি ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।

জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সাফল্যকে তুলে ধরে মুখ্যমন্ত্রী লেখেন, আমি অত্যন্ত আনন্দিত যে মহামান্য সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায় বেরোনোর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা এ বছরের জয়েন্ট এন্ট্রান্সের (Joint Entrance) ফলাফল প্রকাশ করতে পেরেছি। যে ক্ষিপ্রতার সঙ্গে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEEB) এই কাজটা করল আমি তার জন্য তাদের ধন্যবাদ জানাই। এবার আমাদের রাজ্যের ১ লক্ষেরও বেশি ছেলে-মেয়েরা আগামীদিনের ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট হবার লক্ষ্যে নিশ্চিন্তে এগিয়ে যেতে পারবে।

শুক্রবারের সুপ্রিম রায়ে জট খুলেছে কলেজে ভর্তিতেও। সেই বিষয়টি তুলে ধরে মুখ্যমন্ত্রী লেখেন, একইভাবে, মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের পরই বিভিন্ন কলেজে আন্ডার গ্র‍্যাজুয়েট (UG) কোর্স-এ ভর্তি হবার জন্য মেধা-তালিকাও কেন্দ্রীয় অ্যাডমিশান পোর্টালে আজ প্রকাশিত হয়েছে। এটাও অত্যন্ত আনন্দের।

আরও পড়ুন: বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

সেই সঙ্গে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও লেখেন, অন্যান্য সংশ্লিষ্ট বকেয়া বিষয়গুলিও অবিলম্বে মিটিয়ে নেওয়া হবে। আইনী কিছু জটিলতার কারণে, আমরা বাধ্য হয়েছি ফলপ্রকাশ করার জন্য অপেক্ষা করতে। এর জন্য আমি দু:খিত, কিন্তু এটা মোটেও আমাদের ইচ্ছাকৃত নয়। আমি কখনো চাই না কারো ক্ষতি হোক। আমি সবসময় চাই, সকলের ভালো হোক। দেরীতে ফলপ্রকাশের কারণে কারো যাতে ক্ষতি না হয় সেটাও আমরা দেখব।

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...
Exit mobile version