রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক ভূমিধসের কারণে উত্তরাখণ্ড জুড়ে ১৫৫টি সড়ক বন্ধ হয়ে যায়। জাতীয় সড়ক কর্তৃপক্ষ দীর্ঘক্ষণের প্রচেষ্টায় রাস্তা পুনরায় চলাচলের যোগ্য করে তোলে। কিন্তু মৌসম ভবন (IMD) জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে গোটা উত্তরাখণ্ড জুড়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ফলে দুর্যোগের কারণে যে কোনও মুহূর্তে চারধাম যাত্রা বন্ধের আশঙ্কা করছেন পর্যটক থেকে পুণ্যার্থীরা।

শুক্রবার বাগেশ্বর ও চম্পাবন্তের পাশাপাশি উধম সিং নগরেও ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি হয়েছে। শনিবারও বৃষ্টি চলবে।নৈনিতাল, দেরাদুন, হরিদ্বার, চামোলিতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে বলে সে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের (SDRF) তরফে জানানো হয়েছে।

–

–

–

–

–

–

–

–

–