Wednesday, November 5, 2025

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

Date:

Share post:

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। লড়াই ঘিরে যে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে বাংলার দল হিসাবে ডায়মন্ডহারবার এফসিকে(DHFC) নিয়েই এখন সকলে আশায় বুক বাঁধতে শুরু করেছে। কিবুর দলই যে এখন বাংলার একমাত্র আশা।

ইস্টবেঙ্গলকে(Eastbengal) হারিয়ে ডুরান্ড কাপের(Dirand Cup) ফাইনালে উঠেছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। এবারই তারা এই প্রতিযোগিতায় অভিষেক করেছে। আর সেখানেই চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি তাদের সামনে। ডায়মন্ডহারবার চ্যাম্পিয়ন হলে তৈরি হবে ইতিহাস। ডুরান্ডের ইতিহাসে অভিষেকেই চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড বিরল বললেই চলে। সেই ইতিহাস গড়ার লক্ষ্যেই এবার ডায়মন্ডহারবার এফসি।

তবে প্রতিপক্ষ যে অত্যন্ত কঠিন তা ভালোভাবেই জানেন কিবু ভিকুনা। সেভাবেই নিজের দলকে প্রস্তুত করেছেন তিনি। প্রতিপক্ষ শিবিরে রয়েছেন আলাদিন আজারে। তাঁকে আটকানোর বিশেষ ছক যে কিবুর ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না। এখন শুধুই মাঠে নামার অপেক্ষা।

প্রতিপক্ষ শিবির আক্রমণে বারবার ঝড় তুললেও, তাদের রক্ষণে বেশ কিছু জায়গায় দুর্বলতা রয়েছে। সেভাবেই মেনেনজেস, জবি জাস্টিনরা নিজেদের প্রস্তুত করছেন। ঘরের মাঠে নামবে ডায়মনন্ডহারবার এফসি। সেই সুযোগটাও কাজে লাগাতে চাইছে তারা।

কোথায় দেখা যাবে ডুরান্ড ফাইনাল

টেলিভিশন সম্প্রচার – সনি টেন

অনলাইন সম্প্রচার – সনি লিভ

ম্যাচ ভেন্যু

যুবভারতী স্টেডিয়াম

ম্যাচের সময়

ম্যাচের সময় – বিকেল ৫.৩০

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...