Friday, January 9, 2026

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

Date:

Share post:

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। লড়াই ঘিরে যে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে বাংলার দল হিসাবে ডায়মন্ডহারবার এফসিকে(DHFC) নিয়েই এখন সকলে আশায় বুক বাঁধতে শুরু করেছে। কিবুর দলই যে এখন বাংলার একমাত্র আশা।

ইস্টবেঙ্গলকে(Eastbengal) হারিয়ে ডুরান্ড কাপের(Dirand Cup) ফাইনালে উঠেছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। এবারই তারা এই প্রতিযোগিতায় অভিষেক করেছে। আর সেখানেই চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি তাদের সামনে। ডায়মন্ডহারবার চ্যাম্পিয়ন হলে তৈরি হবে ইতিহাস। ডুরান্ডের ইতিহাসে অভিষেকেই চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড বিরল বললেই চলে। সেই ইতিহাস গড়ার লক্ষ্যেই এবার ডায়মন্ডহারবার এফসি।

তবে প্রতিপক্ষ যে অত্যন্ত কঠিন তা ভালোভাবেই জানেন কিবু ভিকুনা। সেভাবেই নিজের দলকে প্রস্তুত করেছেন তিনি। প্রতিপক্ষ শিবিরে রয়েছেন আলাদিন আজারে। তাঁকে আটকানোর বিশেষ ছক যে কিবুর ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না। এখন শুধুই মাঠে নামার অপেক্ষা।

প্রতিপক্ষ শিবির আক্রমণে বারবার ঝড় তুললেও, তাদের রক্ষণে বেশ কিছু জায়গায় দুর্বলতা রয়েছে। সেভাবেই মেনেনজেস, জবি জাস্টিনরা নিজেদের প্রস্তুত করছেন। ঘরের মাঠে নামবে ডায়মনন্ডহারবার এফসি। সেই সুযোগটাও কাজে লাগাতে চাইছে তারা।

কোথায় দেখা যাবে ডুরান্ড ফাইনাল

টেলিভিশন সম্প্রচার – সনি টেন

অনলাইন সম্প্রচার – সনি লিভ

ম্যাচ ভেন্যু

যুবভারতী স্টেডিয়াম

ম্যাচের সময়

ম্যাচের সময় – বিকেল ৫.৩০

spot_img

Related articles

দু’ঘণ্টা পার, দিল্লিতে এখনও আটক তৃণমূল সাংসদরা! ফেসবুক লাইভে ইডিকে তোপ মহুয়ার 

ঘড়ির কাঁটা বারোটা পেরিয়ে যাওয়ার পরও দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনেই আটক তৃণমূল সাংসদরা। দু'ঘণ্টার বেশি সময় ধরে...

আইপ্যাক কাণ্ডে অভিযোগ দায়ের মুখ্যমন্ত্রীর

গতকাল সেক্টর ফাইভে আইপ্যাক এর অফিসে ইডি হানা, ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় লিখিত...

সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত

শুক্রবার সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে ১০- ১১ ডিগ্রি...

লজ্জা! এটাই বিজেপি নতুন ভারতের রূপ! সর্বশক্তি দিয়ে তোমাদের হারাবে তৃণমূল, গর্জন অভিষেকের

স্বৈরাচারের নির্লজ্জ সীমায় পৌঁছে গিয়েছে বিজেপি। অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। স্বৈরাচারী বিজেপি গণতন্ত্রের শেষটুকু উপড়ে ফেলে...