Sunday, August 24, 2025

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

Date:

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায় এবার আপত্তি মোহন যাদবের। বিজেপি এখন সনাতনী রীতিনীতিও নতুন ভাবে লিখতে চাইছে। শুধু আপত্তি জানিয়েই থেমে থাকেননি যাদব। শ্রীকৃষ্ণকে যাতে মাখন চোর না বলা হয় এ নিয়ে প্রচারেও নামছে মধ্যপ্রদেশ সরকার।

মোহনের দাবি, তিনি বলেন, “শ্রীকৃষ্ণকে মাখন চোর বলা উচিত নয়। ভগবান কৃষ্ণ মাখন খেতে ভালবাসতেন। তাই কংসের বাড়িতে সেই মাখন পৌঁছলে রেগে যেতেন তিনি। তাঁদের মাখন খেয়ে কংস তাঁদের উপরই অত্যাচার চালাচ্ছে বলে ক্রুদ্ধ হতেন। সেই ক্রোধ থেকেই রাখাল বালকদের নিয়ে দল গড়েন, যাঁরা হয় মাখন খেয়ে নিতেন, নয়ত কলসি ভেঙে দিতেন, যাতে শত্রুর বাড়িতে মাখন না পৌঁছতে পারে।” এর তীব্র ভাষায় আক্রমণ করেছে কংগ্রেস।

কেন শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলা যাবে না মধ্যপ্রদেশ সরকার তার একটি তালিকাও তৈরি করেছে। বলা হয়েছে-

১) মুঘল আমলে শ্রীকৃষ্ণের নামে অপপ্রচার-ষড়যন্ত্র হয়। এই কারণে শ্রীকৃষ্ণের নামে ‘চোর’ জুড়ে দেওয়া হয়।

২) শ্রীকৃষ্ণের বাড়িতে হাজার হাজার গরু ছিল। শ্রীকৃষ্ণ মাখন চুরি করবেন কেন?

৩) প্রাচীন ভজনে এর প্রমাণ রয়েছে, যেখানে শ্রীকৃষ্ণ বলছেন, ‘মা আমি মাখন খাইনি। গোয়ালারা আমার মুখে মাখন লাগিয়ে গিয়েছে’।

মধ্যপ্রদেশের বিধানসভার বিরোধী নেতা কংগ্রেসের বিধায়ক উমং সিংহার বলেন, “কৃষ্ণের জীবনকাহিনির ইতিহাসই বদলে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। শতাব্দীর পর শতাব্দী ধরে কৃষ্ণের লীলাগুলি লিপিবদ্ধ এবং উদযাপিত হয়ে আসছে। উনি কি সনাতন ধর্মের এই আদি কাহিনী বদলে দিতে চান?”

জন্মাষ্টমীর উৎসব শেষ হতে না হতেই এই মন্তব্য রাজ্যে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। মুখ্যমন্ত্রীর পরিকল্পিত “শ্রীকৃষ্ণ পথেয়” ধর্মীয় পর্যটন প্রকল্প ও নতুন প্রচারাভিযানকে ঘিরে বিজেপি নিজেদের সাংস্কৃতিক রাজনীতি আরও শক্তিশালী করতে চাইছে বলে অভিযোগ তুলছে বিরোধীরা।

আরও পড়ুন – রাজ্যে ভোটার তালিকা সংশোধনী, বুথ পুনর্বিন্যাসে বৈঠকে ডাক সব রাজনৈতিক দলকে

_

 

_

Related articles

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...

এশিয়া কাপের জন্যই দলীপের নেতৃত্বের প্রস্তাব ফিরিয়েছিলেন শ্রেয়স!

কয়েকদিন আগেই এশিয়া কাপের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু সেই দলেই সুযোগ পাননি শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)।...
Exit mobile version