Friday, December 5, 2025

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

Date:

Share post:

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন বাড়ির ভিতরে, আর তার পুরুষ সঙ্গী ছিলেন বাইরে অপেক্ষায়। কী কারণ? এমনই নানা সন্দেহ দৃঢ় হওয়ায় ওই আয়া ও পুরুষ সঙ্গীকে গ্রেফতার করল নিউ গড়িয়ার(New Garia) পঞ্চসায়র থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃত আয়ার নাম আশালতা সর্দার (Ashalata Sardar)। বয়স ৩৬। তাঁর সঙ্গী বছর ৪১-এর মহম্মদ জালাল মীর (Mohammed Jalal Mir)। দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই আয়া ও তার সঙ্গী বৃদ্ধ দম্পতির সম্পত্তি হাতানোর ষড়যন্ত্র করেই এই খুনের পরিকল্পনা করেছিল। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। শুক্রবার গভীর রাতে ঢোলাহাটের বাড়ি থেকে প্রথমে জালালকে গ্রেফতার করা হয়। তারপর শনিবার সকালে নরেন্দ্রপুরের ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করা হয় আশালতাকে।

পঞ্চসায়রের এস ৩২ কুলু ভিলায় দোতলা বাড়িতে থাকতেন ৮২ বছরের প্রশান্ত দাস ও তাঁর স্ত্রী বিজয়া দাস (৭৯)। শুক্রবার বাড়ি থেকে বৃদ্ধার দেহ উদ্ধার করা হয়। পাশের ঘরে মেঝেতে পড়েছিলেন বৃদ্ধও। আতঙ্কগ্রস্ত বৃদ্ধকে আত্মীয়ের বাড়িতে রাখা হয়েছে। তাঁদের কন্যা জার্মানিতে এবং পুত্র মুম্বইয়ে থাকেন। তাঁদেরও খবর দেওয়া হয়েছে। বৃদ্ধ দম্পতির দেখাশোনা করতে ওই আয়াকে নিযুক্ত করা হয়। নিউ গড়িয়ার ওই বাড়িতে ছিল সিসি ক্যামেরার নজরদারি। বৃদ্ধার দেহ উদ্ধারের পর পুলিশ দেখে বাড়ির সিসিটিভি-র তার কাটা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। বৃদ্ধার দেহ সিঁড়ির কাছ থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। ওই বাড়ির পরিচারিকা শুক্রবার সকালে ডাকাডাকি করে সাড়া না পেয়ে পিছনের দরজা দিয়ে ঢুকে বৃদ্ধার দেহ দেখতে পান। তারপর পুলিশকে খবর দেন তিনি। পিছনের দরজাটি খোলা ছিল। খোলা ছিল আলমারিটিও। বাড়ি থেকে কী কী খোয়া গিয়েছে তার তালিকা তৈরি করছে পুলিশ।

এদিকে ময়নাতদন্তের রিপোর্ট বলছে, মাথায় আঘাত এবং শ্বাসরোধের কারণে মৃত্যু হয়েছে বৃদ্ধার। তাঁকে গলা টিপে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। ময়নাতদন্তের ২৪ থেকে ৩৬ ঘণ্টা আগে মৃত্যু হয়েছিল।

spot_img

Related articles

SIR-র সময় বাড়াতে চায় কমিশন: উল্টো সুর রাজ্যের CEO-র!

রাজ্যে একের পর এক বিএলও মৃত্যু ও অসুস্থতার পরে বাংলার বিএলও-রা লাগাতার আন্দোলনের পথে যেতে বাধ্য হয়েছেন। তাঁদের...

Road to London: ভারত থেকে সড়ক পথে ১৬০০০ কিলোমিটার পাড়ি

এককালে নাকি কলকাতা থেকে লন্ডন বাস চলত। তবে সেসব সোনালি অতীত পেরিয়ে জাহাজের পরে, এখন বিমানের যুগ। কিন্তু...

বাগদানের আংটি উধাও, বিয়ে বিতর্কের পর প্রথমবার সমাজ মাধ্যমে এলেন স্মৃতি

বিয়ে নিয়ে জটিলতার মধ্যেই প্রথমবার সমাজ মাধ্যমে এলেন স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)। গত কয়েক সপ্তাহ ধরেই চর্চায় স্মৃতি-পলাশের সম্পর্ক। ...

সুপ্রিম নির্দেশের দুদিন পরেও চুপ কেন্দ্র! ফের মামলা করার পর শুক্রে দেশে ফিরলেন সোনালি

কেন্দ্রের ঔদ্ধত্যের চরম নিদর্শনের সাক্ষী বীরভূমের সোনালি খাতুন। সুপ্রিম কোর্টের এক দিন নয়, দুদিন ধরে নির্দেশ দিয়েছে বাংলাদেশে...