Tuesday, August 26, 2025

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

Date:

Share post:

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন বাড়ির ভিতরে, আর তার পুরুষ সঙ্গী ছিলেন বাইরে অপেক্ষায়। কী কারণ? এমনই নানা সন্দেহ দৃঢ় হওয়ায় ওই আয়া ও পুরুষ সঙ্গীকে গ্রেফতার করল নিউ গড়িয়ার(New Garia) পঞ্চসায়র থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃত আয়ার নাম আশালতা সর্দার (Ashalata Sardar)। বয়স ৩৬। তাঁর সঙ্গী বছর ৪১-এর মহম্মদ জালাল মীর (Mohammed Jalal Mir)। দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই আয়া ও তার সঙ্গী বৃদ্ধ দম্পতির সম্পত্তি হাতানোর ষড়যন্ত্র করেই এই খুনের পরিকল্পনা করেছিল। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। শুক্রবার গভীর রাতে ঢোলাহাটের বাড়ি থেকে প্রথমে জালালকে গ্রেফতার করা হয়। তারপর শনিবার সকালে নরেন্দ্রপুরের ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করা হয় আশালতাকে।

পঞ্চসায়রের এস ৩২ কুলু ভিলায় দোতলা বাড়িতে থাকতেন ৮২ বছরের প্রশান্ত দাস ও তাঁর স্ত্রী বিজয়া দাস (৭৯)। শুক্রবার বাড়ি থেকে বৃদ্ধার দেহ উদ্ধার করা হয়। পাশের ঘরে মেঝেতে পড়েছিলেন বৃদ্ধও। আতঙ্কগ্রস্ত বৃদ্ধকে আত্মীয়ের বাড়িতে রাখা হয়েছে। তাঁদের কন্যা জার্মানিতে এবং পুত্র মুম্বইয়ে থাকেন। তাঁদেরও খবর দেওয়া হয়েছে। বৃদ্ধ দম্পতির দেখাশোনা করতে ওই আয়াকে নিযুক্ত করা হয়। নিউ গড়িয়ার ওই বাড়িতে ছিল সিসি ক্যামেরার নজরদারি। বৃদ্ধার দেহ উদ্ধারের পর পুলিশ দেখে বাড়ির সিসিটিভি-র তার কাটা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। বৃদ্ধার দেহ সিঁড়ির কাছ থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। ওই বাড়ির পরিচারিকা শুক্রবার সকালে ডাকাডাকি করে সাড়া না পেয়ে পিছনের দরজা দিয়ে ঢুকে বৃদ্ধার দেহ দেখতে পান। তারপর পুলিশকে খবর দেন তিনি। পিছনের দরজাটি খোলা ছিল। খোলা ছিল আলমারিটিও। বাড়ি থেকে কী কী খোয়া গিয়েছে তার তালিকা তৈরি করছে পুলিশ।

এদিকে ময়নাতদন্তের রিপোর্ট বলছে, মাথায় আঘাত এবং শ্বাসরোধের কারণে মৃত্যু হয়েছে বৃদ্ধার। তাঁকে গলা টিপে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। ময়নাতদন্তের ২৪ থেকে ৩৬ ঘণ্টা আগে মৃত্যু হয়েছিল।

spot_img

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...