Monday, August 25, 2025

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা বাংলার মন জিতে নিয়েছে এই তরুণ ক্লাবটি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) হাতে তৈরি হওয়া এই ক্লাব যেন বাংলা ফুটবলকে নতুন দিশা দেখাচ্ছে। স্বপ্ন দেখাচ্ছে সকলকে। দল হারলেও তারা মন জিতে নিয়েছে সকলের। গর্বিত দলের চিফ প্যাট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের পারফরম্যান্সে যেমন খুশি তিনি। তেমনই বাংলার দলের পাশে গোটা বঙ্গবাসীকে দাঁড়াতে দেখেও গর্বিত অভিষেক(Abhishek Banerjee)।

রবিবার সোশ্যাল মিডিয়ায় এক আবেগতাড়িত বার্তা দিয়েছেন চিফ প্যাট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “বাংলা, গতকাল আমাদের গর্বিত করেছে।এটাই আমাদের প্রথম ডুরান্ড কাপ ছিল। আমার মনে হয় না কোনও নতুন অভিষেকেই ডুরান্ডে এমন পারফরম্যান্স করেছেন। আর এটা সম্ভব হয়েছে একমাত্র তাদের জন্য যারা প্রতিটা পদক্ষেপে এই দলের পাশে থেকেছে। তাদের সাপোর্ট, হাততালি প্রতিটা সময় ডায়মন্ডহারবার এফসিকে উদ্বুদ্ধ করেছে”।

অভিষেক আরও লেখেন, “হ্যাঁ ট্রফিটা হয়ত এবার আমরা পাইনি। কিন্তু আমাদের দলের ছেলেরা তাদের সর্বোস্ব দিয়ে চেষ্টা করেছিল জেতার। দ্বিতীয়বার এই ট্রফি জেতার জন্য নর্থইস্ট ইউনাইটেডকে অনেক শুভেচ্ছা। তবে এটা শেষ নয়, শুরু। জাতীয় স্তরেও নিজেদের সেরাটা ধরে রাখার চেষ্টা করব আমরা। পশ্চিমবঙ্গ থেকে এবার ডায়মন্ডহারবার এফসিই একমাত্র দল যারা আইলিগ খেলছে”।

ডুরান্ড এখন অতীত। এখন থেকেই ডায়মন্ডহারবার এফসির পাখির চোখ আইলিগ(I league)। শেষ তিন বছরে একের পর এক সাফল্য পেয়েছে বাংলার এই দল। এবার আইলিগ জিতলেই পরেরবার আইএসএলের দড়জা খুলবে তারা। ডায়মন্ডহারবার এখন বাংলাকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে।

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version