Thursday, November 6, 2025

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

Date:

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে সেই পণের দাবিতে অত্যাচার। শেষে স্ত্রীর গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারায় (burnt alive) অভিযুক্ত স্বামী ও শ্বশুড়বাড়ির সদস্যরা। গায়ে আগুন লাগা অবস্থায় চিৎকার করতে করতে সিঁড়ি দিয়ে নামছিলেন তিনি। তাঁর চিৎকারেই তখন আগুন নিভিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চোখের সামনে নিজের মাকে আগুনে পুড়তে দেখে রীতিমত আতঙ্কিত মৃতার শিশু পুত্র।

ইতিমধ্যেই সামনে এসেছে নারকীয় অত্যাচারের ভিডিয়ো। মৃতার নাম নিকি। নয় বছর আগে গ্রেটার নয়ডার (Greater Noida) সিরসার বাসিন্দা বিপিন ভাটির সঙ্গে বিয়ে হয় তাঁর। একই পরিবারে আরেক ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছিল বোন কাঞ্চনেরও। তার স্বামীর নাম রোহিত। বিয়ের পর থেকেই পণের (dowry) দাবিতে অত্যাচার চলছিল নিকির উপরে। কাঞ্চনও হেনস্থার শিকার হতেন। বৃহস্পতিবার মহিলাকে মারধরের পর তাঁর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার (set ablaze) অভিযোগ উঠেছে তাঁর স্বামী বিপিন এবং তাঁর শাশুড়ির বিরুদ্ধে।

মৃতার নাবালক পুত্র জানিয়েছে, প্রথমে ওরা মায়ের গায়ে কিছু একটা ঢেলে দিল। তারপর বাবা ও ঠাকুমা মাকে মারধর করে। থাপ্পড় মারতে মারতে চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে যায় বাবা আর দাদি। পরে লাইটার দিয়ে আগুন লাগিয়ে (set ablaze) দেয় তারা।

এই ঘটনার সাক্ষী মৃতার দিদি কাঞ্চনও। বাড়ি থেকে দুটি গাড়ি যৌতুক দেওয়ার পরেও যৌতুকের দাবি থামেনি। তিনি জানান বাড়ি থেকে ৩৬ লক্ষ টাকা নিয়ে আসার কথা বলা হয়। সেটা দিতে না পারাতেই ওঁরা নিকিকে পুড়িয়ে মেরেছে। মৃতার ছেলে ও তাঁর দিদির কথার প্রমাণ রয়েছে ভিডিয়োগুলিতেও। সেখানে দেখা যাচ্ছে নিকির স্বামী বিপিন এবং অন্য একজন মহিলা নিকিকে চুল ধরে টেনে তুলছেন এবং তাঁকে মারতে মারতে নিয়ে যাচ্ছেন। একটি ভিডিয়োতে মৃতাকে জ্বলন্ত অবস্থায় সিঁড়ি নামতে দেখা গিয়েছে বলেও পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন: ২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

গোটা ঘটনার অভিযোগ দায়ের হলে পুলিশ রবিবার গ্রেফতার করতে যায় অভিযুক্তদের। পুলিশ দেখে পালানোর চেষ্টা করে বিপিন। সেই সময়ে পুলিশ গুলি চালালে এনকাউন্টারে (encounter) জখম বিপিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিপিন জানায় নিকিকে আগুন লাগিয়ে পুড়িয়ে মেরে ফেলে তার কোনও আফশোষ নেই। স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি বলে পণের দাবিতে স্ত্রীকে মেরে ফেলার ঘটনার সাফাই দেওয়ার চেষ্টা করে সে।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version