উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

Date:

Share post:

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি সেতুর নীচ থেকে অবৈধ বসতি ও অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়েছে। ওই জায়গাগুলিকে লোহার গ্রিল দিয়ে ঘিরে ফেলা হয়েছে, যাতে ভবিষ্যতে আবার দখল না হয়। একইসঙ্গে আরও আটটি সেতুর নীচে চলছে উচ্ছেদ অভিযান।

যে চারটি সেতুর নীচে উচ্ছেদ হয়েছে সেগুলি হল—আলিপুর চিড়িয়াখানার কাছে মা সারদামণি সেতু, টালিগঞ্জ–হারিদেবপুর সংযোগকারী করুণাময়ী সেতু, চিঙ্গরিঘাটা উড়ালপুল এবং ইএম বাইপাসের অ্যাম্বেডকর সেতু। বর্তমানে বাঘাজতিন ব্রিজ, চেতলা লকগেট ব্রিজ, দুর্গাপুর ব্রিজ, বাগমারি ব্রিজ, কামালগাজি ব্রিজ, চিতপুর ব্রিজ, উল্টোডাঙা উড়ালপুল এবং ভিআইপি রোড–সল্টলেক সংযোগকারী স্লিপ ব্রিজে চলছে অভিযান।

কেএমডিএ সূত্রে খবর, বহু সেতুর নীচে বছরের পর বছর ধরে গড়ে উঠেছে অস্থায়ী দোকান ও বসতি। কোথাও খোলা আগুনে রান্নার মতো কাজও চলছে। এতে ইঞ্জিনিয়ারদের পরিদর্শন বাধাগ্রস্ত হয়। গত বছর ডিসেম্বরে নিউ আলিপুরের দুর্গাপুর ব্রিজের নীচে আগুন লেগে কংক্রিট ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই নড়েচড়ে বসে কেএমডিএ। পরিদর্শনে দেখা যায়, বিভিন্ন সেতুর নীচে ব্যাপক দখলদারি রয়েছে।

অধিকারিকদের দাবি, খোলা আগুনের তাপে রডের ধাতব কাঠামো ক্ষতিগ্রস্ত হয়, দীর্ঘদিন একইভাবে চলতে থাকলে সেতুর শক্তি কমে যায়। তাই অবিলম্বে উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় কাউন্সিলরের সহায়তায় চলছে এই কাজ। কেএমডিএ জানিয়েছে, তাদের অধীনে থাকা সমস্ত উড়ালপুল ও সেতুর ক্ষেত্রেই ধাপে ধাপে এই উচ্ছেদ অভিযান চলবে।

আরও পড়ুন – ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

পুজোয় নিরাপত্তায় বাড়তি নজর, শহরজুড়ে লালবাজারের কড়া প্রস্তুতি

দুর্গোৎসবকে ঘিরে কলকাতার রাস্তায় ভিড় সামলাতে ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে কড়া ব্যবস্থা নিয়েছে লালবাজার। ইতিমধ্যেই শহরের বিভিন্ন...

পঞ্চমীতেই ভিড়ের ঢল, টক্কর উত্তরে–দক্ষিণে 

কলকাতার পথে নেমেছে জনসমুদ্র। পঞ্চমীর সন্ধ্যাতেই শুরু হয়েছে মহা ভিড়ের চিত্র। উত্তরে টালা প্রত্যয়, টালা বারোয়ারি, হাতিবাগান নবীন...

ঘোষিত বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫: তালিকায় সেরার সেরা থেকে সাবেকি, ভাবনা-সহ ৮ বিভাগ

পঞ্চমীর বিকেলেই ঘোষিত এবছরের বিশ্ব বাংলা শারদ সম্মান (Biswa Bangla Sharod Samman) প্রাপকদের নাম। প্রতিবছর ষষ্ঠীর বোধন বেলায়...

ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! এবার বেহালায়

পঞ্চমীর সকালে ফের বিদ্যুৎস্পৃষ্ট (Electrocution) হয়ে মৃত্যু! শনিবার সকালে কলকাতার বেহালা-সরশুনা (Behala Shorsuna) এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন...