Wednesday, August 27, 2025

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা গোটা পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বিরাট ভূমিকা নিয়ে থাকে, সেই জমিকে গুজরাটের মোদি-শাহ তুলে দিচ্ছেন একের পর এক শিল্পপতিদের (industrialist) হাতে। লাদাখকে ষষ্ঠ তফশিলের (sixth schedule) অন্তর্ভুক্ত করে জমি নিয়ে ছেলেখেলা বন্ধের দাবিতে সরব ছিলেন সোনম। এবার তাঁকে আঘাত করতে তাঁর বিশ্ববিদ্যালয় বন্ধের বিজ্ঞপ্তি জারি মোদি সরকারের।

পরিবেশ নিয়ে আন্দোলন করতে করতে লাদাখের পরিবেশ নিয়েই সরব হয়েছিলেন সোনম ওয়াংচু। তখনই তিনি বুঝেছিলেন লাদাখকে একমাত্র ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করলে তবেই এই বিস্তীর্ণ জমি জিমি-হাঙরদের থেকে রক্ষা করা যাবে। সেই মতো অনশন, আন্দোলন, লাদাখ থেকে দিল্লি পদযাত্রা সবই করেছেন। মোদি সরকারও এই বিরোধিতার যোগ্য জবাব দিল। এবার সোনমের শিক্ষা প্রতিষ্ঠান হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভস লাদাখ (HIAL) বন্ধ করার নোটিশ জারি করল লাদাখ (Ladakh) কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন।

পাল্টা জমি হাঙরদের বিরোধিতা ও জমি হাঙরদের জন্য মোদি সরকারের দরদ নিয়ে সরব সোনম। তিনি দাবি করেন, এই দেশে কিছু শিল্পপতি আছেন যাঁদের বিরোধিতা করলেই মুখ বন্ধ করে দেওয়া হবে। এবার হয়তো অপেক্ষা করতে হবে কখন বুলডোজার এসে এই বিশ্ববিদ্যালয়কে গুঁড়িয়ে দেবে।

প্রশাসনের দাবি সোনমের প্রতিষ্ঠানের বিশ্ববিদ্যালয়ের (HIAL) স্বীকৃতিই নেই। পাল্টা তথ্য তুলে তিনি প্রমাণ করে দেন এই বিশ্ববিদ্যালয় থেকে ৪০০-র বেশি পড়ুয়া ইতিমধ্যেই সমাবর্তনে যোগ দিয়ে সার্টিফিকেট পেয়েছে। এমনকি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও (Dharmendra Pradhan) তাঁদের প্রতিষ্ঠানের প্রশংসা করেছেন, সেই তথ্যও তুলে ধরা হয়।

স্বৈরাচারী সরকারের দাবি, যে জমিতে এই বিশ্ববিদ্যালয় তার লিজ (lease) পুনর্ববিন্যাস করা হয়নি। সেখানে সোনম তুলে ধরেন, ২০১৮ সাল থেকে কিভাবে ২০২১ সাল পর্যন্ত কেন্দ্রের কাছে একের পর এক লিজের আবেদন ও তার প্রত্যুত্তর পেয়েছেন। যেখানে কখনোই বলা হয়নি এই জমি লিজে দেওয়া হবে না। যদিও এর পরে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন শুরু করাতেই সোনমের লিজের প্রশ্নের উত্তর দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্রের মোদি সরকার।

আরও পড়ুন:ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

সমতলে বিজেপি শাসিত রাজ্যে একের পর এক বুলডোজার চালিয়ে সাধারণ মানুষের উপর বিভিন্ন রাগ মিটিয়েছে স্বৈরাচারী বিজেপি সরকার। এবার সেই বুলডোজার উঠছে লাদাখের পাহাড়ে। যদিও শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার বার্তা দিচ্ছেন লাদাখের সোনম ওয়াংচু।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version