শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে সরানোর পরিকল্পনা তৈরি হয়েছে। কেএমডিএ সূত্রে খবর, মোট এলাকা পাঁচ ভাগে ভাগ করে ধাপে ধাপে কাজ চলবে। প্রতি ধাপে প্রায় ৬০-৭০টি দোকান স্থানান্তর করা হবে। কলকাতা পুরসভা এবং স্থানীয় কাউন্সিলরের সহায়তায় অস্থায়ী জায়গা চিহ্নিত করার কাজ চলছে।

১৯৭৯-৮০ সালে তৈরি হওয়া এই সেতুর সংস্কার এখন সময়ের দাবি। গত বছর সেতুর একটি কংক্রিট ভেঙে পড়ায় বড় ক্ষতি না হলেও পরে যৌথ পরিদর্শনে অধিকাংশ স্তম্ভে ফাটল ধরা পড়ে। এর পরেই জরুরি ভিত্তিতে সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেএমডিএ-র এক ইঞ্জিনিয়ার জানান, “মার্কেটের দোকানগুলি এমনভাবে তৈরি হয়েছে যে স্তম্ভে পৌঁছনোই সম্ভব নয়। তাই ধাপে ধাপে দোকান সরিয়ে কাজ হবে। প্রতিটি ধাপে প্রায় দু’ থেকে তিন মাস সময় লাগতে পারে। পুজোর পরেই কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।”

সংস্কার শেষে দোকানগুলিকে নতুনভাবে সাজানো হবে। এমনভাবে নকশা করা হবে যাতে ভবিষ্যতে সেতুর স্বাস্থ্য পরীক্ষা বা মেরামতির প্রয়োজনে স্তম্ভে সহজে পৌঁছনো যায়। তবে এখনও কিছু ব্যবসায়ীর আপত্তি রয়েছে বলে জানা গিয়েছে। প্রয়োজনে কলকাতার মেয়র তথা কেএমডিএ-র চেয়ারম্যান ফিরহাদ হাকিম তাঁদের সঙ্গে সরাসরি কথা বলে রাজি করাবেন বলে সূত্রের খবর।

আরও পড়ুন – দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

_

_

_

_

_

_