Friday, January 2, 2026

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

Date:

Share post:

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে সরানোর পরিকল্পনা তৈরি হয়েছে। কেএমডিএ সূত্রে খবর, মোট এলাকা পাঁচ ভাগে ভাগ করে ধাপে ধাপে কাজ চলবে। প্রতি ধাপে প্রায় ৬০-৭০টি দোকান স্থানান্তর করা হবে। কলকাতা পুরসভা এবং স্থানীয় কাউন্সিলরের সহায়তায় অস্থায়ী জায়গা চিহ্নিত করার কাজ চলছে।

১৯৭৯-৮০ সালে তৈরি হওয়া এই সেতুর সংস্কার এখন সময়ের দাবি। গত বছর সেতুর একটি কংক্রিট ভেঙে পড়ায় বড় ক্ষতি না হলেও পরে যৌথ পরিদর্শনে অধিকাংশ স্তম্ভে ফাটল ধরা পড়ে। এর পরেই জরুরি ভিত্তিতে সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেএমডিএ-র এক ইঞ্জিনিয়ার জানান, “মার্কেটের দোকানগুলি এমনভাবে তৈরি হয়েছে যে স্তম্ভে পৌঁছনোই সম্ভব নয়। তাই ধাপে ধাপে দোকান সরিয়ে কাজ হবে। প্রতিটি ধাপে প্রায় দু’ থেকে তিন মাস সময় লাগতে পারে। পুজোর পরেই কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।”

সংস্কার শেষে দোকানগুলিকে নতুনভাবে সাজানো হবে। এমনভাবে নকশা করা হবে যাতে ভবিষ্যতে সেতুর স্বাস্থ্য পরীক্ষা বা মেরামতির প্রয়োজনে স্তম্ভে সহজে পৌঁছনো যায়। তবে এখনও কিছু ব্যবসায়ীর আপত্তি রয়েছে বলে জানা গিয়েছে। প্রয়োজনে কলকাতার মেয়র তথা কেএমডিএ-র চেয়ারম্যান ফিরহাদ হাকিম তাঁদের সঙ্গে সরাসরি কথা বলে রাজি করাবেন বলে সূত্রের খবর।

আরও পড়ুন – দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...

নথি না থাকলেও যাচাই বাধ্যতামূলক! প্রান্তিক ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ ব্যবস্থা কমিশনের

এনিউমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত...

বন্দে ভারত স্লিপার ভোটের আগে কেন? প্রশ্ন তৃণমূলের

হঠাৎ ভোটের আগে হাওড়া-গুয়াহাটি রুটে বন্দে ভারত স্লিপার চালানোর কথা ঘোষণা করে বাংলার মন জয়ের ব্যর্থ চেষ্টা কেন্দ্রের।...

বাতিল ওবিসি সার্টিফিকেট এসআইআরে নয়! স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের 

কলকাতা হাই কোর্টের নির্দেশে যেসব ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে, সেগুলি এসআইআর সংক্রান্ত কোনও কাজেই ব্যবহার করা যাবে না—এ...