Friday, November 28, 2025

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

Date:

Share post:

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভগবানপুরের দক্ষিণ ফুলবেড়িয়া গ্রামের বাসিন্দা প্রাথমিক স্কুলের শিক্ষক সোমবার সকালে স্কুলে যাচ্ছিলেন। সেই সময় রাস্তার ধারে ঝোপের আড়ালে ওঁত পেতে ছিল নন্দ। সঙ্গে ছিল দুটি দা। হঠাৎই ঝাঁপিয়ে পড়ে শিক্ষকের উপর হামলা চালায় সে।

প্রত্যক্ষদর্শীদের বয়ানে, নন্দ প্রথমে শিক্ষকের গলায় দা চালানোর চেষ্টা করে। শিক্ষক প্রতিরোধ করায় তাঁর ডান হাতের কব্জির কাছ থেকে কেটে বাদ চলে যায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শিক্ষক। আশপাশের বাসিন্দারা ছুটে এসে তাঁকে উদ্ধার করে ভগবানপুর হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ঘটনার পরই পালিয়ে যায় নন্দ মুড়া। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে। স্থানীয়দের দাবি, নন্দের উদ্দেশ্য ছিল খুন করা। তবে প্রাণে না মারতে পারলেও প্রতিশোধের আক্রোশে ভয়ঙ্কর রূপ নেয় হামলা।

উল্লেখ্য, চার বছর আগে ওই শিক্ষক তাঁর মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়া নন্দের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। পরে পুলিশ অন্তঃসত্ত্বা অবস্থায় নাবালিকাকে উদ্ধার করে। ঘটনার জেরে দুই বছরের জেলও হয় অভিযুক্তের। মুক্তি পেয়েই আবার শিক্ষকের উপর আঘাত হানল সে। এই নৃশংস ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন – একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

জন্ম শংসাপত্র তৈরিতে আধার গৃহীত হবে না: নির্দেশ জারি মহারাষ্ট্রে!

যে কোনও মূল্যে আধার কার্ডকে  অকেজো করে দিতে তৎপর মহারাষ্ট্রের বিজেপি সরকার। এবার জন্ম শংসাপত্র (birth certificate) তৈরিতে...

জুটিতে লুটি! রাঁচিতে রিইউনিয়নের মধ্যেই ধোনি-কোহলির সফর

টেস্ট ক্রিকেটের ভয়াবহ ব্যর্থতার পর রবিবার থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজ। রাঁচিতে এই ম্যাচ ঘিরে উন্মাদনা...

সুকুমার সৃষ্টিসমূহের উপর কেন্দ্রীয় প্রচারের স্পটলাইট, হুঁকোমুখো হ্যাংলা- কুমড়োপটাশদের নিয়ে প্রকাশিত পোস্টকার্ড

বাস্তবে তারা থাক বা না থাক, কিন্তু সুকুমার সাহিত্যে তাদের অবাধ বিচরণ। 'ট্যাঁশ গরু' কিংবা 'কুমড়োপটাশ'দের চেনে না...

হাওড়ার গুলি-কাণ্ডের সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে, দুষ্কৃতীর সন্ধানে চলছে তল্লাশি

প্রকাশ্যে হাওড়ার গুলি-কাণ্ডের সিসি ক্যামেরা ফুটেজ (CC Camera Footage)। হাওড়ার (Howrah) বালিতে তৃণমূলের (TMC) পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল...