Sunday, January 11, 2026

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

Date:

Share post:

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভগবানপুরের দক্ষিণ ফুলবেড়িয়া গ্রামের বাসিন্দা প্রাথমিক স্কুলের শিক্ষক সোমবার সকালে স্কুলে যাচ্ছিলেন। সেই সময় রাস্তার ধারে ঝোপের আড়ালে ওঁত পেতে ছিল নন্দ। সঙ্গে ছিল দুটি দা। হঠাৎই ঝাঁপিয়ে পড়ে শিক্ষকের উপর হামলা চালায় সে।

প্রত্যক্ষদর্শীদের বয়ানে, নন্দ প্রথমে শিক্ষকের গলায় দা চালানোর চেষ্টা করে। শিক্ষক প্রতিরোধ করায় তাঁর ডান হাতের কব্জির কাছ থেকে কেটে বাদ চলে যায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শিক্ষক। আশপাশের বাসিন্দারা ছুটে এসে তাঁকে উদ্ধার করে ভগবানপুর হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ঘটনার পরই পালিয়ে যায় নন্দ মুড়া। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে। স্থানীয়দের দাবি, নন্দের উদ্দেশ্য ছিল খুন করা। তবে প্রাণে না মারতে পারলেও প্রতিশোধের আক্রোশে ভয়ঙ্কর রূপ নেয় হামলা।

উল্লেখ্য, চার বছর আগে ওই শিক্ষক তাঁর মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়া নন্দের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। পরে পুলিশ অন্তঃসত্ত্বা অবস্থায় নাবালিকাকে উদ্ধার করে। ঘটনার জেরে দুই বছরের জেলও হয় অভিযুক্তের। মুক্তি পেয়েই আবার শিক্ষকের উপর আঘাত হানল সে। এই নৃশংস ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন – একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আর কতদিন BLO-দের মোমবাতি মিছিল: জবাব চেয়ে নির্বাচন কমিশন দফতরের বাইরে বিক্ষোভ

একের পর এক মৃত্যু অব্যাহত। কেউ কাজের চাপে অসুস্থ হয়ে মারা যাচ্ছেন। কেউ আত্মঘাতী হতে বাধ্য হচ্ছেন। অথচ...

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...