বিদেশী মেডিক্যাল ডিগ্রি নিয়ে বিতর্ক। এবার রাজভবনের নজরে ডা শান্তনু সেন (Shantanu Sen)। অভিযোগ, চিকিৎসা করতে গিয়ে সত্যিই কি জাল মেডিক্যাল ডিগ্রি ব্যবহার করছিলেন শান্তনু? খতিয়ে দেখার জন্য রাজ্যের স্বরাষ্ট্র দফতরকে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)।

বিতর্কিত বিদেশী ডিগ্রি ব্যবহারে ‘দোষী সাব্যস্ত’ শান্তনু সেনের (Shantanu Sen) রেজিস্ট্রেশন বাতিল করেছিল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল (West Bengal Medical Council)। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা করেছিলেন ডাঃ শান্তনু সেন (Shantanu Sen)। মেডিক্যাল কাউন্সিলের ৪ জুলাইয়ের ওই নির্দেশ খারিজ করে দেয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ। মেডিক্যাল কাউন্সিলকে উপযুক্ত নথি জমা দিতে হবে বলে নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। যাতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান শান্তনু সেন। মেডিক্যাল কাউন্সিল চাইলে নতুন করে প্রক্রিয়া শুরু করে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আদালতের পর্যবেক্ষণ, ২০১৯ সালে ডিগ্রি পাওয়ার পর থেকে তিনি তাঁর রেজিস্ট্রেশন ব্যবহার করছেন। ২০২৫ সালে এসে কাউন্সিলের কেন মনে হল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে!

এই নিয়ে শান্তনু সেনের বিরুদ্ধে রাজ্যপালের কাছে অভিযোগ করে চিকিৎসক কুণাল সাহার সংস্থা পিপলস ফর বেটার ট্রিটমেন্ট। সংস্থার পক্ষ থেকে পাঠানো চিঠিও রাজ্যপাল রাজ্য সরকারকে পাঠিয়েছেন।

–

–

–

–

–

–

–
