বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

Date:

Share post:

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য বিধানসভার অন্দরে বিরোধী দল বিজেপি বিধায়কদের নিরাপত্তায় থাকায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে মামলা দায়ের করেছিলেন তিনি। কারণ বিধানসভায় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষী প্রবেশে বিধিনিষেধ রয়েছে। স্পিকারের জারি করা এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শুভেন্দুর(Shubhendu Adhikari) মামলায় হস্তক্ষেপ করল না হাই কোর্ট।

বৃহস্পতিবার মামলাটির শুনানি ছিল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। হাই কোর্টে বিধানসভার সচিব একটি রিপোর্ট দিয়ে জানান, বিধানসভার সমস্ত সদস্য, এমনকী মন্ত্রীদের জন্যও নোটিস জারি করা রয়েছে, তাঁদের নিরাপত্তারক্ষীরা আগ্নেয়াস্ত্র নিয়ে বিধানসভার ভিতরে ঢুকতে পারবেন না। তার প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, বিধানসভার আইন অনুযায়ী এই নোটিস বলবৎ থাকবে। যদিও বিচারপতির পর্যবেক্ষণ, সমস্ত রাজনৈতিক দলের সদস্যদের জন্যই যাতে এই একই নিয়ম সমান ভাবে প্রযোজ্য হয়, তা নিশ্চিত করতে হবে বিধানসভার সচিবকে।

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর-সহ বিজেপির(BJP) একাধিক বিধায়কের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছেন। ২০২১ সালের বিধানসভা ভোটের পরে বিরোধী দলনেতার শপথ গ্রহণের দিন এক গোলমালকে কেন্দ্র করে কর্তৃপক্ষ কেন্দ্রীয় বাহিনীর বিধানসভায় ঢোকা নিষিদ্ধ করেছিল।

spot_img

Related articles

চন্দননগর নয়! কোথা থেকে সূচনা বাংলায় জগদ্ধাত্রী পুজোর? জানুন ইতিহাস 

জগদ্ধাত্রী পুজোর নাম উঠলেই চোখের সামনে ভেসে ওঠে গঙ্গাপাড়ের শহর চন্দননগরের ছবি—চোখধাঁধানো আলোকসজ্জা, সুবিশাল প্রতিমা আর অসংখ্য দর্শনার্থীর...

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সহজ জয়, কোন অঙ্কে বিশ্বকাপের সেমিতে ভারত?

ভাইফোঁটার দিনেই মহিলাদের একদিনের বিশ্বকাপে(ICC Women World cup) সেমিফাইনালে স্থান নিশ্চিত করল ভারত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৫৩...

দীপাবলিতে বাজির নামে বিস্ফোরক! বিজেপি রাজ্য মধ্যপ্রদেশে ‘কার্বাইড গান’-এ চোখ হারাচ্ছে শিশুরা

দীপাবলির আলো এবার অন্ধকারে ঢেকে গেল বহু পরিবারের জীবনে। বাজির নামে মধ্যপ্রদেশে রমরমিয়ে বিক্রি হচ্ছে এক বিপজ্জনক বিস্ফোরক—...

চাপ দিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়: বিস্ফোরক নারদ মামলার প্রথম তদন্তকারী CBI আধিকারিক

বিস্ফোরক স্বীকারোক্তি নারদ (Narada Case) মামলার প্রথম তদন্তকারী সিবিআই আধিকারিক রঞ্জিত কুমারের (Ranjit Kumar)। একটি অডিও সাক্ষাৎকারে তিনি...