বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের শুনানিতে অচলাবস্থা কাটার একটা আভাস পাওয়া গেল।
এফএসডিএল(FSDL) এবং এআইএফএফ(AIFF) দুই পক্ষই নিজেদের বক্তব্য পেশ করেছে। আদালত জানিয়েছে, তারা সব দিক খতিয়ে দেখে আগামীকাল আবার শুনবে এবং সোমবারই চূড়ান্ত রায় ঘোষণা করবে।সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এর আগে দুই পক্ষ বৈঠকে বসে। তাতেই আপাতত জটিলতা অনেকটা কেটেছে। দেরীতে হলেও, আসন্ন মরশুমে আইএসএল হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এফএসডিএলের সঙ্গে ৮ ডিসেম্বর চুক্তি শেষ। শোনা গিয়েছিল, এপ্রিল পর্যন্ত বাড়ানো হতে পারে চুক্তি। সেই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।
এইমুহূর্তে মাস্টার রাইটস এগ্রিমেন্ট নিয়ে এফএসডিএল নতুন করে কোনও বিতর্কে যেমন যাচ্ছে না, তেমন পুরোন চুক্তি নবীকরণের পথেও হাঁটছে না। বরং এফএসডিএল তাদের নেগোশিয়েশনের চুক্তির প্রথম কিস্তির ও অ্যাভান্স ফাইনাল রাইটস ফি-র ১২.৫ কোটি টাকা ছেড়ে দিচ্ছে। সেপ্টেম্বরে সুপার কাপ আয়োজন নিশ্চিত। অক্টোবরে নতুন বাণিজ্যিক অংশীদারের জন্য দরপত্র, সবার জন্য উন্মুক্ত। যে নতুন অংশীদার জিতবে, তাকে নিশ্চিত করতে হবে ২০২৫ সালের ডিসেম্বরে আইএসএল শুরু।
অর্থাৎ, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ বাণিজ্যিক কাঠামো কী হবে সেটা এখনও চূড়ান্ত নয়। সোমবারের রায়ে নির্ধারণ হবে ISL-এর পথচলা ও দেশের ফুটবলের পরবর্তী দিশা। আপাতত সব চোখ সুপ্রিম কোর্টের দিকে !
এদিকে ফিফার পর এএফসি’র পত্রবোমা ফেডারেশনকে। এএফসির জেনারেল সেক্রেটারি দাতুক সেরি উইন্ডসর জন এআইএফএফের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণকে একটি চিঠি লেখেন। এএফসির চিঠিতে লেখা হয়েছে,, ‘ভারতের শীর্ষ-স্তরের লিগের অনির্দিষ্টকালের জন্য স্থগিত। যা গভীর উদ্বেগজনক। এর ফলে ক্লাবগুলির কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমনকী বেতনও বিলম্বিত হচ্ছে। এটি ঘরোয়া ও মহাদেশীয় ফুটবলের স্থিতিশীলতার জন্য আশঙ্কার।
আর মাত্র কয়েকদিন পরেই শুরু হতে চলেছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর খেলা। কিন্তু চলতি মরশুমে আইএসএল কবে থেকে শুরু হবে, তা নিয়ে এখনও পরিষ্কার কোনও তথ্য নেই। সেই কারণে এএফসি জানতে চেয়েছে, আগামী মরশুমে ভারত থেকে কি কোনও ক্লাব এএফসি’র প্রতিযোগিতায় অংশ নিতে পারবে?
এর আগে ফিফার তরফ থেকে চিঠি দিয়ে নির্বাচন করানোর স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে, ফিফা এবং এএফসির গাইড লাইন মেনে এআইএফএফের সংশোধিত সংবিধান তৈরি করতে হবে। ফেডারেশনের পরবর্তী সাধারণ সভায় এই সংবিধানকে অনুমোদন করানো বাধ্যতামূলক। আর এই পুরো প্রক্রিয়া শেষ করতে হবে আগামী ৩০ অক্টোবরের মধ্যে।
–
–
–
–
–