Saturday, January 10, 2026

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

Date:

Share post:

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর পর মাত্র দু’দিনেই মিলল বিপুল সাড়া। শ্রম দফতর সূত্রে খবর, সোমবার বিকেল থেকে অ্যাপ চালুর পর মঙ্গলবার রাত পর্যন্ত তিন হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে।

রাজ্যের শ্রমমন্ত্রী ফিরহাদ হাকিম ইতিমধ্যেই শ্রমিকদের উৎসাহের কথা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। দফতরের তরফে জানানো হয়েছে, আবেদনকারীদের নথি যাচাই করে যোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে জোর দেওয়া হয়েছে জেলা স্তরে নথি যাচাইয়ের উপর।

প্রকল্প অনুযায়ী, রাজ্যে ফেরা শ্রমিকরা আবেদন করলেই এককালীন ৫,০০০ টাকা পাবেন। এরপর বিকল্প কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত এক বছর পর্যন্ত মাসে ৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। শুধু তাই নয়, শ্রমিকদের সন্তানদের পড়াশোনার খরচের জন্যও আলাদা বরাদ্দ রাখা হয়েছে।

তবে সকলেই এই প্রকল্পের সুবিধা পাবেন না। নির্দিষ্ট নিয়ম ও শর্ত মেনে আবেদনকারীদের মধ্য থেকে উপযুক্তদেরই সুবিধাভোগী হিসেবে চিহ্নিত করা হবে। এ নিয়ে ইতিমধ্যেই শ্রম দফতরে বৈঠক হয়েছে। জেলা পর্যায়ে নথি সংগ্রহ ও যাচাই দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। দফতরের এক শীর্ষ কর্তার কথায়, “আমাদের চারপাশেই কর্মসংস্থানের সংকট প্রকট। এই পরিস্থিতিতে এই প্রকল্প শ্রমজীবী মানুষকে আস্থা ও স্বস্তি দেবে।”

অর্থ দফতর জানিয়েছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই যোগ্য শ্রমিকদের হাতে অর্থ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পুজোর আগেই প্রকল্পের প্রাথমিক পর্ব শেষ করার লক্ষ্য স্থির করেছে নবান্ন। অর্থাৎ, ‘শ্রমশ্রী’ প্রকল্পের প্রথম পর্যায়েই মিলল প্রবল সাড়া, যা রাজ্য সরকারের কাছে এক নতুন আস্থার বার্তা।

আরও পড়ুন – ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

চিন-রাশিয়াকে প্রতিবেশী হিসেবে চান না! গ্রিনল্যান্ড দখলের হুঁশিয়ারি ট্রাম্পের

রাশিয়া, চিনকে গ্রিনল্যান্ড দখল করার সুযোগ দেওয়া যাবে না। আর সেই কারণে তড়িঘড়ি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড...

IND vs NZ ODI: দলে ফিরছেন শ্রেয়স, পরীক্ষা গিলের, জানুন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

রবিবার নতুন বছরে প্রথম ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল(India Team)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনে সিরিজ দিয়েই ২০২৬ সালের অভিযান...

মে মাস পর্যন্ত রেড নয়! ১২ বছরে উড়ান দিতে না পারা বিজেপির সভাপতির বার্তা

আদতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি ও নির্বাচন কমিশনের সহযোগিতা ছাড়া যে বিজেপি বাংলায় ভোটার খুঁজে পাবে না, স্পষ্ট হয়ে...

মেডিক্যাল এমার্জেন্সি! নির্ধারিত সময়ের আগেই মহাকাশ থেকে নভশ্চরদের ফেরাচ্ছে নাসা

গত ২৫ বছরে এমন ঘটনা নজিরবিহীন! মেডিক্যাল এমার্জেন্সি আন্তর্জাতিক স্পেস স্টেশনে। অভিযানের মেয়াদ পূরণ হওয়ার আগেই অসুস্থতাজনিত কারণে...