Monday, December 8, 2025

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

Date:

Share post:

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর পর মাত্র দু’দিনেই মিলল বিপুল সাড়া। শ্রম দফতর সূত্রে খবর, সোমবার বিকেল থেকে অ্যাপ চালুর পর মঙ্গলবার রাত পর্যন্ত তিন হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে।

রাজ্যের শ্রমমন্ত্রী ফিরহাদ হাকিম ইতিমধ্যেই শ্রমিকদের উৎসাহের কথা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। দফতরের তরফে জানানো হয়েছে, আবেদনকারীদের নথি যাচাই করে যোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে জোর দেওয়া হয়েছে জেলা স্তরে নথি যাচাইয়ের উপর।

প্রকল্প অনুযায়ী, রাজ্যে ফেরা শ্রমিকরা আবেদন করলেই এককালীন ৫,০০০ টাকা পাবেন। এরপর বিকল্প কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত এক বছর পর্যন্ত মাসে ৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। শুধু তাই নয়, শ্রমিকদের সন্তানদের পড়াশোনার খরচের জন্যও আলাদা বরাদ্দ রাখা হয়েছে।

তবে সকলেই এই প্রকল্পের সুবিধা পাবেন না। নির্দিষ্ট নিয়ম ও শর্ত মেনে আবেদনকারীদের মধ্য থেকে উপযুক্তদেরই সুবিধাভোগী হিসেবে চিহ্নিত করা হবে। এ নিয়ে ইতিমধ্যেই শ্রম দফতরে বৈঠক হয়েছে। জেলা পর্যায়ে নথি সংগ্রহ ও যাচাই দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। দফতরের এক শীর্ষ কর্তার কথায়, “আমাদের চারপাশেই কর্মসংস্থানের সংকট প্রকট। এই পরিস্থিতিতে এই প্রকল্প শ্রমজীবী মানুষকে আস্থা ও স্বস্তি দেবে।”

অর্থ দফতর জানিয়েছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই যোগ্য শ্রমিকদের হাতে অর্থ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পুজোর আগেই প্রকল্পের প্রাথমিক পর্ব শেষ করার লক্ষ্য স্থির করেছে নবান্ন। অর্থাৎ, ‘শ্রমশ্রী’ প্রকল্পের প্রথম পর্যায়েই মিলল প্রবল সাড়া, যা রাজ্য সরকারের কাছে এক নতুন আস্থার বার্তা।

আরও পড়ুন – ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...

জৌলুসহীন সুপার কাপের ফাইনাল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও দিশাহীন কল্যাণ

রবিবার গোয়াতে সুপার কাপের (Super Cup) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এফসি গোয়া।  সুপার কাপ (Super Cup)...

ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া

সুপার কাপে(Super Cup) চ্যাম্পিয়ন এফসি গোয়া(FC Goa)। ফাইনালে ইস্টবেঙ্গেলর (East bengal)  বিরুদ্ধে নাটকীয়ভাবে টাইব্রেকারে ৬-৫ ফলে জয়ী গোয়া।...