প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল যাদবপুর 8B থেকে এবং শেষ হয় গোলপার্কে। বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটদের সঙ্গে প্রায় ২৫০ জনের ও বেশি মানুষ এই পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন। সেইসঙ্গে ছিল স্কুল পড়ুয়ারাও। মেধা প্রতিবন্ধকতাযুক্ত মহিলা খেলোয়াড় রা দাবি তুলেছে তাদের জন্য উপযুক্ত খেলার মাঠ ও পরিকাঠামোর জন্য। তারা প্রত্যেকে আসন্ন প্যারা অলিম্পিকের জন্য তৈরি হচ্ছে তাই তাদের দরকার উপযুক্ত ট্রেনিং, ট্রেনার এই সাহায্যের জন্য তারা রাজ্য ও কেন্দ্র সরকারের থেকে সাহায্যের জন্য আশাপ্রার্থী।

স্পেশাল অলিম্পিক ভারত এই বাংলার প্রায় ১০০০ জন মেধা প্রতিবন্ধী মহিলাদের খেলার প্রোগ্রামের মধ্যে এনেছে। খেলার মাধ্যামে তাদের শারিরীক ও মানসিক বিকাশের কাজ করে চলেছেন তারা প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে।

walk for paralympics ভারতের একমাত্র সচেতনতামূলক পদযাত্রা যা প্রতিবন্ধী খেলোয়াড়দের জন্য হয়।

–

–

–

–

–

–

–

–