Sunday, November 16, 2025

বিহার ভোটার অধিকার যাত্রা: মোদি সরকারের সামনে আয়না তুলে ধরবেন দুই তৃণমূল প্রতিনিধি

Date:

ভোট চুরি বিহার নির্বাচনের আগেই প্রতিহত করতে বদ্ধপরিকর দেশের বিরোধী দলগুলি। বিরোধী নেতারা লাগাতার সেখানে ভোটাদের নিজেদের ভোট সম্পর্কে সচেতন করতে মিছিল জারি রেখেছে। এবার বিরোধী জোটের আহ্বানে সেখানে ভোটার অধিকার যাত্রা-এ (Voter Adhikar Yatra) যোগ দিচ্ছে তৃণমূল নেতৃত্বও। সোমবার সেই যাত্রার আগে কেন্দ্রের মোদি সরকারের সামনে আয়না তুলে ধরার বার্তা দিলেন দুই তৃণমূল নেতা।

দলীয় নেতৃত্বের সিদ্ধান্তে বিহারে বিরোধীদের যাত্রায় যোগ দেবেন সাংসদ ইউসুফ পাঠান (Yusuf Pathan) ও উত্তরপ্রদেশে দলের প্রধান নেতা ললিতেশ ত্রিপাঠি (Laliteshpati Tripathi)। রবিবার পাটনা রওনা দেওয়ার আগে ইউসুফ জানান, তৃণমূল কংগ্রেসের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে মনোনিত করেছেন বিহারের ভোটার অধিকার যাত্রায় যাওয়ার জন্য। সেখানে ইন্ডিয়া ব্লকের অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে সোমবার যোগ দেব।

বিহারের অধিকারের যাত্রার গুরুত্ব তুলে ধরে ললিতেশ জানান, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রতিনিধি হিসাবে পাটনা যাচ্ছি। ভোট চুরি দেশের জন্য একটি বিরাট বড় ইস্যু। আর তৃণমূল পরিবার ইন্ডিয়া (INDIA) জোটের সঙ্গে একসঙ্গে এই ইস্যুতে দাঁড়িয়েছে। সরকারের সামনে আমরা আয়না তুলে ধরব। নিশ্চিতভাবে বিহারে যে লাগাতার যাত্রা চলছে ১৪-১৫ দিন ধরে তাতে সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে গিয়েছে। এই দেশের সংবিধান, গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমাদের দায়িত্ব আমাদের আওয়াজও সেই আওয়াজের সঙ্গে জুড়ে দেওয়া।

Related articles

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...
Exit mobile version