Thursday, November 13, 2025

DBD-র মঞ্চে মিঠুনের পারিশ্রমিকের অঙ্ক ফাঁস! মুখ লুকোলেন বাকি অভিনেতারা 

Date:

হওয়া উচিত ছিল নৃত্যের প্ল্যাটফর্ম, হয়ে গেছে কমেডি শো। জি বাংলার রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ নিয়ে এমনটাই মন্তব্য দর্শক থেকে নেটপাড়ার। আসলে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly), অঙ্কুশ হাজরা (Ankush Hazra), কৌশানি মুখোপাধ্যায়দের নিয়ে বিচারক প্যানেল তৈরি করা ডান্স রিয়ালিটি শোতে বিভিন্ন সময়ে নানা মজার ঘটনা ঘটে। তবে এই সিজনে আগের থেকে অনেক বেশি খোলামেলা আলোচনা হয়েছে। আর সেখানেই উঠে এসেছে বলিউডের ডিস্কো ড্যান্সারের পারিশ্রমিকের প্রসঙ্গ। শুরুর দিন থেকে কেকে এই শোয়ের অবিচ্ছেদ্য অংশ। আর মহাগুরুর সঙ্গে তার মজাদার শত্রুতা এই রিয়ালিটি শোয়ের টিআরপি বাড়ায়। সম্প্রতি সেখানেই মজার ছলে মিঠুনের পারিশ্রমিকের অংক ফাঁস হয়েছে!

অনুষ্ঠান চলাকালীন কেকে মশকরা করে বলেন, কিছুদিন পর শেষ হয়ে যাবে এই শো। তাই সকলের কাজের ব্যবস্থা করে দিতে চায় সে। যিশুর জন্য বিশেষ ব্যবস্থার কথাও জানায়। বলে, “একটা ভালো কাজের অফার আছে। এই সকালে ঘুম থেকে উঠে সেজেগুজে ভাল জামাকাপড় পরে অফিসের পাঠানো গাড়িতে যেতে হবে অফিসে। সেখানে একটা সোফায় পা তুলে বসবে, নো কনটেন্ট, নো রিয়াকশন, মাস গেলে মাইনে ২০ লক্ষ টাকা। যেতে হবে মাত্র ৮ দিন। ঘুম পেলে একটু ঘুমিয়ে নেবে। অফিস টাইম শেষ। আবার গাড়ি করে বাড়ি চলে আসবে।” এই কথা শুনেই মিঠুন রীতিমতো অবাক হয়ে বলেন, কাজ না করেই ২০ লক্ষ টাকা চলে আসবে? এ আবার হয় নাকি? ঠিক তখনই কেকে-কে বলতে শোনা যায়, “তোমার বেলায় হতে পারে, আর ওঁর বেলায় দোষ?” ব্যাস, এরপর লজ্জায় মুখ লুকিয়ে ফেলেন শুভশ্রী। যিশু – অঙ্কুশ কী বলবেন বুঝেই উঠতে পারছিলেন না। তবে অনেকেই বলছে এভাবেই ‘মৃগয়া’ নায়কের পারিশ্রমিক সম্পর্কে মজার ছলে সকলকে একটা আইডিয়া দিয়েছেন কেকে। আসলে এই অনুষ্ঠানে যা যা হয় পুরোটাই স্ক্রিপ্ট মেনে তৈরি করা। তাই এক্ষেত্রেও যে একই ঘটনা ঘটেছে তা বলাই যায়।

 

Related articles

দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

এক নাগাড়ে তিন দিন রাজধানীতে দূষণের চিত্রটা বদলাচ্ছে না অনেকবারেই। এই বিষয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।...

সলিল স্মৃতিতে প্রকাশিত স্বর্ণমুদ্রা

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ 'শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স'...

আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

বিস্ফোরক তথ্য। আধার-কার্ডকে শিখণ্ডী করে ভোটার তালিকা থেকে নাম বাদের ফন্দি চলছে। নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। যারা...

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...
Exit mobile version