Saturday, November 15, 2025

চোট সারিয়ে ফিরেও যেন সবকিছু ঠিক হল না। আবারও সেই চোটের কবলেই মহম্মদ সামি(Mohammed Shami)। দলীপ ট্রফিতে(Duleep Trophy) উত্তরাঞ্চলের বিরুদ্ধে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল ভারতীয় দলের এই স্পীডস্টারকে। চতুর্থ দিন মাঠেই নামতে পারলেন না তিনি। সামি(Mohammed Shami) কী ফের মাঠের বাইরে চলে গেলেন। এই নিয়েই এখন নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ দিয়েই ফেরার প্রস্তুতি শুরু করেছিলেন মহম্মদ সামি।

২০২৩ সালের বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে সেরা পারফরম্যান্স দেখালেও, সেই প্রতিযোগিতাই তাঁকে ছিটকে দিয়েছিল মাঠ থেকে। এরপর দীর্ঘ দিনের জন্য মাঠের বাইরে চলে গিয়েছিলেন মহম্মদ সামি(Mohammed Shami)। আইপিএল দিয়ে প্রত্যাবর্তন করলেও ভারতীয় দলে অবশ্য নিজের জায়গা করে নিতে পারেননি তিনি।

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইংল্যান্ড সফর, ভারতীয় দলের বাইরেই ছিলেন মহম্মদ সামি। এবারও এশিয়া কাপে সুযোগ পাননি তিনি। তবে কয়েকদিন আগে থেকেই প্রস্তুতিতে নেমে পড়েছিলেন সামি। এরপরই পূর্বাঞ্চলের হয়ে দলীপ ট্রফিতেও নেমে পড়েছেন তিনি। কিন্তু তৃতীয় দিনই ধাক্কা। ফের একবার চোট পেয়েছেন তিনি।

চলতি দলীপ ট্রফিতে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেননি তিনি। এবার সেইসঙ্গে তৃতীয় দিন চোট। পায়ে চোট পাওয়ার পরই তৃতীয় দিন শেষের দিকে আর মাঠে ছিলেন না মহম্মদ সামি। চতুর্থ দিন মাঠেই নামেননি তিনি। শোনা যাচ্ছে সামির নাকি গোড়ালীতে চোট লেগেছে। তবে শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version