ভারতীয় ক্রিকেটে বড় পদে আসছেন মহেন্দ্র সিং ধোনি! আগামী মরশুমে আইপিএল খেলবেন কিনা তা নিয়ে জল্পনা চলছে। এরই মধ্যে চর্চা শুরু হয়েছে ভারতীয় ক্রিকেট ধোনির প্রত্যাবর্তন নিয়ে। তবে টিম ইন্ডিয়ার জার্সিতে ২২ গজে মাঠে নামছেন না। অন্য অবতারে ধোনিকে দেখা যেতে পারে।ষ

ধোনিকে আসন্ন দিনে ভারতীয় ক্রিকেটের বড়সড় পদে যদি দেখা যায়, অবাক হওয়ার কিছু থাকবে না, এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। ২০২০ সালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।কিন্তু এখনও আইপিএল খেলে যাচ্ছেন ধোনি। ।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ভারতীয় টিমের সঙ্গে ধোনিকে কখনও দেখা যায়নি। গিয়েছে। ২০২১ সালের টি২০ বিশ্বকাপের সময়ই তাঁকে ‘মেন্টর’ করে নিয়ে আসা হয়েছিল। সেই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় ভারতকে। এরপর ধোনিকে আর ভারতীয় ক্রিকেটের বলয়ে দেখা যায়নি।

ভবিষ্যতের তারকা তৈরি করার কাজটা দায়িত্বটা ধোনিকে দিতে পারে বোর্ড। ক্রিকেটমহল মনে করে, তরুণদের নিয়ে ধোনি ভাল কাজ করেন। জাতীয় দল ও সিএসকে-তে ধোনি অনেক তরুণকে তৈরি করেছেন ভবিষ্য়তের জন্য। বোর্ডের এক আধিকারিক বলেন, “ধোনিকে আরও এক বার মেন্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বোর্ড মনে করছে, ওর মস্তিষ্ক, পরিকল্পনা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও অভিজ্ঞতা ভারতীয় দলের সুবিধা করে দেবে। বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় ধোনি দলের সম্পদ হতে পারে।”

আগামী মরশুমে আইপিএলের দিকে তাকিয়ে এখন থেকেই দলগঠনে নজর দিচ্ছেন ধোনি। সিএসকে দলের ব্যাটিং নিয়ে কিছু সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। যে শূন্যস্থান রয়েছে, সেই শূন্য়স্তান পূরণ করতে হবে। ২০২৫-এর আইপিএলে রাহুল ত্রিপাঠী ও দীপক হুদা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি।

এই প্রসঙ্গে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ও বর্তমানে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড কি তাঁকে প্রস্তাব দিয়েছে? সে কি ফোন ধরেছিল? কারণ ফোনে তাঁর সাথে যোগাযোগ করা কঠিন। তাঁকে বার্তা পাঠালে উত্তরও খুব কম আসে, অনেক খেলোয়াড়ই এটা বলেছেন।

মনোজও আরও বলেন, প্রথম কথা হলো সে এই ভূমিকা গ্রহণ করবে কিনা। তার প্রভাব কী হবে তা ভবিষ্যদ্বাণী করা আমার পক্ষে খুবই কঠিন। একজন অধিনায়ক এবং একজন খেলোয়াড় হিসেবে তার অভিজ্ঞতা খুবই কার্যকর হবে, কারণ আজ নতুন খেলোয়াড়রা যারা ভারতীয় দলের তারকা হয়ে উঠছে তারা তাকে অনেক সম্মান দেয়। এমএস ধোনি এবং গৌতম গম্ভীরের জুটিও দেখার মতো হবে।
ভারতীয় দলের মেন্টর হতে পারেন এমএস ধোনি। জল্পনা প্রসঙ্গে এই প্রসঙ্গে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ও বর্তমানে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি জানিয়েছেন, ’’সে কি ফোন ধরেছিল? কারণ ফোনে তাঁর সাথে যোগাযোগ করা কঠিন। তাঁকে বার্তা পাঠালে উত্তরও খুব কম আসে, অনেক খেলোয়াড়ই এটা বলেছেন। প্রথম কথা হলো সে এই ভূমিকা গ্রহণ করবে কিনা। ফলে এই নিয়ে ভবিষ্যদ্বাণী করা আমার পক্ষে খুবই কঠিন। একজন অধিনায়ক এবং একজন খেলোয়াড় হিসেবে তাঁর অভিজ্ঞতা খুবই কার্যকর হবে। এমএস ধোনি এবং গৌতম গম্ভীরের জুটিও দেখার মতো হবে’’।
–

–
–