Sunday, January 11, 2026

মঞ্চে অভিনেত্রীকে অশালীন স্পর্শ, এই পবনকেই বাংলায় প্রার্থী করে বিজেপি 

Date:

Share post:

ছিঃ বিজেপি, এত নোংরা মানসিকতার কাউকে জনপ্রতিনিধি হিসেবে বিবেচনা করা যায়? অবশ্য যে দলের নেতৃত্ব মহিলাদের যৌন হেনস্থা করার অভিযোগে অভিযুক্ত ব্রিজভূষণ কিংবা ‘ধর্ষক’ প্রজ্জ্বলকে পাশে বসিয়ে ভোটের প্রচার সারে তাদের কাছ থেকে আর কী বা আশা করা যেতে পারে। এবার আলোচনার শিরোনামে ভোজপুরি তারকা পবন সিং (Pawan Singh)। হরিয়ানার অভিনেত্রী অঞ্জলি রাঘবকে (Anjali Raghav) মঞ্চে অশালীনভাবে স্পর্শ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। নায়িকা বারবার পবনকে সংযত হতে বললেও কোন হেলদোল ছিল না গায়কের। এরপরই অঞ্জলি জানান তিনি ভোজপুরি ছবিতে আর কাজ করবেন না। সোশ্যাল মিডিয়ায় গোটা বিষয়টি নিয়েও তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেত্রী (Anjali Raghav Quits Bhojpuri Industry)।

উত্তরপ্রদেশের লখনৌতে একই মঞ্চে পবন আর অঞ্জলিকে দেখা যায়। সেখানে নিজেদের নতুন গান ‘সাইয়া সেবা করে’র প্রচার করছিলেন যুগলে। মঞ্চে অনুষ্ঠান চলাকালীন প্রথম থেকেই গায়কের কু-দৃষ্টি ছিল নায়িকার উন্মুক্ত পেটের উপর। এরপর সুযোগ বুঝে সকলের সামনেই অঞ্জলির কোমর-পেটে হাত বোলাতে থাকেন অভিযুক্ত। ভোজপুরি গায়ক প্রভাবশালী, তাই প্রথমে কিছু বলার সাহস জোটাতে না পারলেও পরবর্তীতে অঞ্জলি জানান যে, যাঁরা মনে করছেন তিনি বিষয়টি উপভোগ করছিলেন তাঁরা ভুল ভাবছেন। কারণ তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো শাড়ি বা ব্লাউজের ট্যাগ দেখা যাচ্ছে। পরে বিষয়টি বুঝতে পেরে পবনকে সংযত হতে বললেও তিনি বারবার সীমা লংঘন করেন। অঞ্জলির কথায়, ” মাথা গরম হয়ে গিয়েছিল। কিন্তু এই মুহূর্তে কী করনীয় তা বুঝে উঠতে পারিনি।” ঘটনার পর থেকে পবন বার্তা টিমের তরফে এই নিয়ে কোনও মন্তব্য করা বা ক্ষমা চাওয়ার খবর আসেনি।

ভোজপুরি গায়ক যে ধরনের গানের জন্য পরিচিত সেখানেও মেয়েদের সম্পর্কে বারবার অশ্লীল মন্তব্য করার অভিযোগ উঠেছে। আসলে তিনি কতটা খারাপ চরিত্রের মানুষ সেটার কারোর জানতে বাকি নেই, মন্তব্য নেটপাড়ার একাংশের। এই পবনকেই ২০১৪ সালে আসানসোল থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছিল ভারতীয় জনতা পার্টি (BJP)। প্রবল সমালোচনা শুরু হতেই চাপের মুখে তাঁকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে অবশ্য বিহার থেকে ভোটে লড়াই করলেও নির্বাচনে পরাজিত হন পবন। অঞ্জলির ঘটনার পর পবনের স্ত্রী জ্যোতি একটি খোলা চিঠি প্রকাশ করে দাবি করেছেন যে পবন তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন না। মেসেজ বা ফোনে জবাব দেন না। এই অবস্থায় জীবনের প্রতি ঘৃণা জন্মেছে তাঁর। ‘গুণধর’ গায়কের কীর্তি কিছু কম নয়। বিয়ের মাস ছয়েকের মধ্যে পবনের প্রথম স্ত্রী নিলমের দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায়। গায়কের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। এরপর অভিনেত্রী অক্ষরা সিং-এর সঙ্গে সম্পর্কে থাকাকালীনই জ্যোতিকে বিয়ে করেন তিনি। অক্ষরাও পবনের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছেন। এরকম এক ব্যক্তিত্বকে জনপ্রতিনিধি করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় জনতা পার্টি। খুব স্বাভাবিকভাবেই গেরুয়া দলের নৈতিক চরিত্র নিয়ে প্রশ্ন থেকেই যায়।

spot_img

Related articles

নিম্নচাপের মেঘে পথ হারালো শীত, একধাক্কায় ১৫ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা!

রবিবাসরীয় সকালে কনকনে শীতের (Winter ) ভাব উধাও। একদিনে প্রায় সাড়ে তিন ডিগ্রি পারদ বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা...

রবিবার সকালে সুখবর দিলেন অদিতি, গায়িকার কোল আলো করে এল পুত্র সন্তান

রবিবার সকালে মিলল সুখবর, মা হলেন গায়িকা অদিতি মুন্সী (Aditi Munshi)। কীর্তন শিল্পী ও দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty)...

ভেনেজুয়েলার পর সিরিয়া, আকাশপথে হামলা আমেরিকার!

সিরিয়া (Syria) জুড়ে আইএসকে (IS) লক্ষ্য করে মার্কিন সেনার হামলা। মুহুর্মুহু গোলাবর্ষণ অন্তত ৩৫টি নিশানায়। মার্কিন সেন্টার কমান্ডোর...

‘আত্মহত্যার নাটক’ করেছিলেন দেবলীনা! নেটপাড়ার রোষানলে পড়তেই হাসপাতাল থেকে জবাব গায়িকার

৭৮টি ঘুমের ওষুধ খাওয়ার খবর থেকে, শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে যেকোনও একটাকে বেছে নিতে না পারার জন্য...