Friday, November 14, 2025

ব্রোঞ্জ জিতেও ইতিহাস সাত্ত্বিক-চিরাগ জুটির

Date:

Share post:

ব্যাডমিন্টনের  বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হল সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি(Satwiksairaj ranikareddy) এবং চিরাগ শেট্টি(Chirag Shetty) জুটিকে। সেমিফাইনালে হেরে গেলেও ভারতীয় ব্যাডমিন্টনে ইতিহাস তৈরি করলেন সাত্ত্বিক-চিরাগ(Satwiksairaj Ranikareddy) জুটি। সেমিফাইনালে তাঁরা হেরে গেলেন চিনের ই লিউ-বয়াং চেন জুটির কাছে।  ১৯-২১, ২১-১৮, ১২-২১ ফলে হেরে গেলেন ভারতীয় জুটি।প্রথম ভারতীয় শাটলার হিসেবে ব্যাডমিন্টনের  বিশ্ব চ্যাম্পিয়নশিপে জোড়া  পদক জিতলেন সাত্ত্বিক-চিরাগ জুটি। এর আগে ২০২২ সালেও ব্রোঞ্জ জিতেছিলেন সাত্ত্বিক-চিরাগ।

ব্যাডমিন্টনের  বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকের রঙ বদল করতে পারলেন না সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি। ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় শাটলারদের।  সেমিফাইনালে চিনের ই লিউ-বয়াং চেন জুটির বিরুদ্ধে কঠিন লড়াই করেও শেষমেশ হার মানতে হল ভারতের সেরা দুই তারকাকে। সেমিফাইনালে হেরে গেলেও ভারতীয় ব্যাডমিন্টনে ইতিহাস তৈরি করেছে সাত্ত্বিক-চিরাগ জুটি। ভারতের প্রথম পুরুষ ডবলস জুটি হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে একাধিক পদক জিতলেন তাঁরা।

প্রথম সেটে টানটান লড়াইয়ের পর অলিম্পিক চ্যাম্পিয়নদের কাছে সাত্ত্বিকরা হারেন ১৯-২১ পয়েন্টে। দ্বিতীয় সেটে দুর্দান্ত কামব্যাক করলেন। কিন্তু জয় হাসিল করতে পারলেন না। ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপেও ব্রোঞ্জ জিতেছিল বিশ্বের প্রাক্তন এক নম্বর জুটি। তা ছাড়া, তাঁদের হাত ধরেই এল এ বারের প্রতিযোগিতায় ভারতের একমাত্র পদক। কারণ সিন্ধু পদক জিততে পারেননি।

এর আগে কোয়ার্টার ফাইনালের ম্যাচে দুরন্ত জয় পায় ভারতীয় জুটি। মালয়েশিয়ান জুটি অ্যারন চিয়া এবং উই ইক সোহকে ভারতীয় জুটির ঝড়ের সামনে দাঁড়াতেই পারলেন না। খেলার ফলাফল ২১-১২, ২১-১৯। ম্যাচ জিততে তাঁরা মাত্র ৪৩ মিনিট সময় নেন। এই জয়ের ফলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর থেকে ভারতের অন্তত একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত।

২০২২ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছিলেন সাত্ত্বিকরা। তার পরে দ্বিতীয় পদক নিশ্চিত করলেন। ২০১১ সালে জ্বালা গুট্টা ও অশ্বিনী পোনাপ্পা ব্রোঞ্জ জয়ের পর থেকে প্রত্যেক বার এই মঞ্চে পদক পেয়েছে ভারত। সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটির পদক সংখ্যা ২।

হারের পর  সাত্ত্বিক বলেছেন, ‘‘আমাদের প্রতিপক্ষ জুটি ভীষণ আত্মবিশ্বাসী ছিল। ওদের শরীরী ভাষাতেই বোঝা যাচ্ছিল, ওরা আমাদের থেকেও বেশি উপভোগ করছিল ম্যাচটা। আমরাও ভাল খেলেছি।”অন্যদিকে হতাশ চিরাগ বলেছেন, “শেষ গেমের শুরুতে আমরা ছন্দ হারিয়ে ফেলেছিলাম। শুরুটা এক দমই ভাল হয়নি। কয়েকটা সহজ পয়েন্ট দিয়েছি।”

spot_img

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...