ফাইনালে জ্বলে উঠতে ব্যর্থ মেসি: লিগস কাপ জয়ের স্বপ্ন অধরাই ইন্টার মায়ামির

Date:

Share post:

কাপ জয়ের স্বপ্ন অধরাই থাকল লিও মেসির (Messi)। লিগস কাপের (Leagues Cup) ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের বিরুদ্ধে হার ইন্টার মায়ামির। ধারে ভারে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত জয় অধরাই থাকল মেসিদের। ম্যাচ শেষে একরাশ বিতর্ক সঙ্গী হল ইন্টার মায়ামির।

লিগস কাপের ফাইনালে বেশির ভাগ বিশেষজ্ঞ এগিয়ে রেখেছিলেন মায়ামিকে। লিয়োনেস মেসি, সুয়ারেসের আক্রমণ সিয়াটেল সামলাতে পারবে না বলে মনে করেছিলেন তাঁরা। কিন্তু হল তার উল্টো। গোটা ম্যাচে মেসিকে বোতলবন্দী করে রাখলেন প্রতিপক্ষ দলের ফুটবলারেরা।

এদিন ম্যাচের ২৬ মিনিটে সিয়াটলকে এগিয়ে দেন ওসাজে ডি রোজারিও। ক্রিস্টিয়ান রোলডানের দুর্দান্ত এক ক্রসে হেড দিয়ে গোলটি করেন রোজারিও। পিছিয়ে পড়ে মরিয়া চেষ্টা করে মায়ামি। কিন্তু বারবার কাছাকাছি গিয়ে ব্যর্থ হয়েছে তারা। বিশেষ করে ৫০ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন মেসি।
অন্য দিকে মেসির নিষ্প্রভ থাকার দিনটিকে কাজে লাগাতে ভুল করেনি সিয়াটল। ম্যাচের ৮৪ ম্যাচে পেনাল্টি গোলে সিয়াটলের জয় একরকম নিশ্চিত করে ফেলেন রোলডান। এই গোলের পর মায়ামির ক্ষত বাড়িয়ে ৮৯ মিনিটে আরও একটি গোল করে সিয়াটল। এবার দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন পল রথরক। সেই সঙ্গে মায়ামির হারও নি্শ্চিত হয়ে যায়।

এই হারে মেসির (Messi) ৪৭তম শিরোপা হাতে তোলার অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো। শেষবার ২০২৪ সালের জুলাইয়ে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জিতেছিলেন তিনি।

অন্যদিকে হারের পর মায়ামি শিবিরে অশান্তি। শেষ বাঁশি বাজতেই উত্তেজনা চরমে ওঠে। বুসকেতস ঘুষি চালান। সুয়ারেস ধাক্কাধাক্কি শুরু করেন। এমনকি এক সাউন্ডার্স স্টাফকে উদ্দেশ করে থুতুও ফেলেন উরুগুয়ের তারকা! পরে সতীর্থরা সামাল না দিলে পরিস্থিতি আরও খারাপ দিকে মোড় নিতে পারত। কিন্তু গরম পরিস্থিতিতে নিজেকে সামলে রাখেন মেসি।

spot_img

Related articles

হকিতে সাফল্যের ধারা অব্যাহত, বার্তা দিলেন গর্বিত মোদি

ভারতীয় হকি দলের(Indian Hockey Team)সাফল্যের ধারা অব্যাহত। ঘরের মাঠে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে হকিতে এশিয়া (Asia Cup) সেরা...

সিনারের বিরুদ্ধে দাপুটে জয়, ট্রাম্পের সামনে নয়া রেকর্ড গড়লেন আলকারাজ

ইউএস ওপেন (US Open) চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। চার সেটের লড়াইয়ে সিনারকে (Jannik Sinner) হারিয়ে ইউএস ওপেনে...

এশিয়া সেরা হকি বিশ্বকাপের টিকিট পেল ভারত

হকিতে এশিয়া সেরা(Asia Cup) ভারত,(India) রবিবার রাজগীরে ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে(South Korea) ৪-১ গোলে হারিয়ে পুরুষদের এশিয়া...

রুপোলি পর্দায় ক্যাপ্টেন কুল! নয়া অবতারে চমক ধোনির

নতুন অবতারের মহেন্দ্র সিং ধোনি ( MS Dhoni)! এর আগে একটি দক্ষিণী  সিনেমায় প্রযোজক ছিলেন। এবার কী অভিনয়ে...