Sunday, November 16, 2025

ভুয়ো এসটি সার্টিফিকেটে মেডিক্যাল ভর্তি, তদন্তে নামল স্বাস্থ্য দফতর

Date:

রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে ভর্তি হওয়া পড়ুয়াদের খুঁজে বের করতে উদ্যোগী হল স্বাস্থ্যদফতর। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ইতিমধ্যেই সমস্ত মেডিক্যাল কলেজকে নির্দেশ দিয়েছেন ২৪ ঘণ্টার মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে। প্রতিটি কলেজে ই-মেল করে জানানো হয়েছে— কোথায় কতজন পড়ুয়া ভুয়ো সার্টিফিকেট দিয়ে ভর্তি হয়েছে, তার তথ্য দ্রুত পাঠাতে হবে।

সূত্রের খবর, রাজ্য তফশিলি উপজাতি কল্যাণ সমিতি ৪৫ জনের একটি তালিকা জমা দিয়েছে আদিবাসী উন্নয়ন দফতরে। ওই তালিকায় রয়েছে নাম, সিরিয়াল নম্বর এবং সর্বভারতীয় র‌্যাঙ্ক। অভিযোগ, সংরক্ষিত আসনে ভর্তি হতে ওই পড়ুয়ারা ভুয়ো এসটি সার্টিফিকেট ব্যবহার করেছে।

তফশিলি উপজাতি কল্যাণ সমিতি শুধু আদিবাসী উন্নয়ন দফতর নয়, মুখ্যমন্ত্রীর সচিবালয়, মুখ্যসচিব এবং অনগ্রসর শ্রেণি উন্নয়ন দফতরেও লিখিত অভিযোগ জানিয়েছে। ফলে বিষয়টি ইতিমধ্যেই প্রশাসনের একাধিক স্তরে গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে।

যখন এসএসসি কেলেঙ্কারি নিয়ে রাজ্যজুড়ে আলোড়ন চলছে, তখন মেডিক্যাল কলেজের ভর্তি প্রক্রিয়ায় এ ধরনের অভিযোগ প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তৈরি হয়েছে। স্বাস্থ্যদফতর জানাচ্ছে, প্রাথমিক তদন্তে যদি অভিযোগ প্রমাণিত হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন – বিধানসভায় পুজোর আবহ! শুরু তন্তুজের বিশেষ শাড়ি-বিপণনী 

Related articles

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...

স্বামী-সন্তান ও শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে অমৃতসরে মাতলেন কোয়েল

এই বছর দূর্গাপুজোয় মেয়েকে প্রথম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল মল্লিক(Koel Mallick)। ছেলে কবিরের সঙ্গে মিলিয়েই সাধ করে মেয়ের নাম...

ম্যাথাউজের চোখে মেসিই সেরা, ভারতীয় ফুটবলের উন্নতিতে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ

ক্রিকেট কার্ণিভালের শহরে ফুটবলের কিংবদন্তি। কলকাতায় ঝটিকা কলকাতা সফরে জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবল অধিনায়ক লোথার ম্যাথাউজ(Lothar Matthaus)। দিনভর ঠাসা...

১৫ দিন টানা ডিউটি! শহর থেকে জেলায় একের পর এক হাসপাতালে বিএলও-রা

৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি ইনিউমারেশন ফর্ম বিলি করছেন রাজ্যের বিএলও-রা। এখনও পর্যন্ত ফর্ম বিলির ক্ষেত্রে দেশের প্রথম...
Exit mobile version