Sunday, November 2, 2025

১৭ বছর পর ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ হবে ভারতে, আয়োজক কোন শহর?

Date:

ভারতে বসছে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর। ১৭ বছর পর আবার ভারতে অনুষ্ঠিত হবে ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ(BWF World Championships)। ব্যাডমিন্টনের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন ঘোষণা করেছে, ২০২৬ সালে আগস্ট মাসে দিল্লিতে(Delhi) বসবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর।

২০০৯ সালে শেষবার এই টুর্নামেন্ট বসেছিল হায়দরাবাদ( Hyderabad ) শহরে। এর মাঝে কেটে গিয়েছে অনেকগুলি বছর। পিভি সিন্ধু দুইবার অলিম্পিক পদক জিতেছেন। কিন্তু ভারতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়নি। এবার সেই আক্ষেপ মিটতে চলেছে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের।

ভারতীয় ব্যাডমিন্টনের সাম্প্রতিক সাফল্যের পরিপ্রেক্ষিতে এই ঘোষণার গুরুত্ব আরও বাড়িয়েছে। এখনও পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নশিপে মোট ১৫টি পদক এসেছে ভারতের ঝুলিতে, যার মধ্যে পাঁচটিই পিভি সিন্ধুর(PV Sindhu) একার অর্জন। বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালের এই আসর দেশের তরুণ প্রজন্মের জন্য দর্শকদের সামনে পরিচিত পরিবেশে বিশ্বসেরাদের সঙ্গে লড়াই করার এক অমূল্য সুযোগ।

ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন সংস্থার সাধারণ সম্পাদক সঞ্জয় মিশ্র জানিয়েছেন, “আমরা চাই এই টুর্নামেন্টকে স্মরণীয় করে তুলতে। প্যারিসের মতোই নিখুঁত ও বর্ণাঢ্য আয়োজন ভারতও করতে প্রস্তুত। দিল্লি বিশ্বসেরা ব্যাডমিন্টন তারকাদের স্বাগত জানাতে তৈরি।”
সাম্প্রতিক অতীতে আন্তজার্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্টগুলিতে ভারতের সাফল্যের যথেষ্ট নজরকাড়া। সিন্ধু-সাইনারা অলিম্পিক্সে পদক জিতেছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে পর পর ব্রোঞ্জ জিতে ইতিহাস সৃষ্টি করেছেন সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি।

ভারতে বিগত কয়েক বছরে ব্যাডমিন্টনের জনপ্রিয়তার গ্রাফ বৃদ্ধি পাচ্ছে। দেশের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলে সেই জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে।

Related articles

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...

নাগরিকত্ব দেওয়ার নামে ব্যবসা বিজেপির! জমিদারদের মুখোশ খুলে দেওয়ার ডাক তৃণমূলের

বাংলায় সিএএ হতে দেবেন না। সদর্পে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সিএএ-র হাত ধরেই আসবে এনআরসি (NRC),...
Exit mobile version