Thursday, December 18, 2025

১৭ বছর পর ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ হবে ভারতে, আয়োজক কোন শহর?

Date:

Share post:

ভারতে বসছে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর। ১৭ বছর পর আবার ভারতে অনুষ্ঠিত হবে ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ(BWF World Championships)। ব্যাডমিন্টনের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন ঘোষণা করেছে, ২০২৬ সালে আগস্ট মাসে দিল্লিতে(Delhi) বসবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর।

২০০৯ সালে শেষবার এই টুর্নামেন্ট বসেছিল হায়দরাবাদ( Hyderabad ) শহরে। এর মাঝে কেটে গিয়েছে অনেকগুলি বছর। পিভি সিন্ধু দুইবার অলিম্পিক পদক জিতেছেন। কিন্তু ভারতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়নি। এবার সেই আক্ষেপ মিটতে চলেছে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের।

ভারতীয় ব্যাডমিন্টনের সাম্প্রতিক সাফল্যের পরিপ্রেক্ষিতে এই ঘোষণার গুরুত্ব আরও বাড়িয়েছে। এখনও পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নশিপে মোট ১৫টি পদক এসেছে ভারতের ঝুলিতে, যার মধ্যে পাঁচটিই পিভি সিন্ধুর(PV Sindhu) একার অর্জন। বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালের এই আসর দেশের তরুণ প্রজন্মের জন্য দর্শকদের সামনে পরিচিত পরিবেশে বিশ্বসেরাদের সঙ্গে লড়াই করার এক অমূল্য সুযোগ।

ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন সংস্থার সাধারণ সম্পাদক সঞ্জয় মিশ্র জানিয়েছেন, “আমরা চাই এই টুর্নামেন্টকে স্মরণীয় করে তুলতে। প্যারিসের মতোই নিখুঁত ও বর্ণাঢ্য আয়োজন ভারতও করতে প্রস্তুত। দিল্লি বিশ্বসেরা ব্যাডমিন্টন তারকাদের স্বাগত জানাতে তৈরি।”
সাম্প্রতিক অতীতে আন্তজার্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্টগুলিতে ভারতের সাফল্যের যথেষ্ট নজরকাড়া। সিন্ধু-সাইনারা অলিম্পিক্সে পদক জিতেছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে পর পর ব্রোঞ্জ জিতে ইতিহাস সৃষ্টি করেছেন সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি।

ভারতে বিগত কয়েক বছরে ব্যাডমিন্টনের জনপ্রিয়তার গ্রাফ বৃদ্ধি পাচ্ছে। দেশের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলে সেই জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে।

spot_img

Related articles

টেলিভিশনের সম্প্রচারিত হবে না অ্যাকাডেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ঘোষণা অস্কার কমিটির 

দীর্ঘ সময় ধরে চলে আসা চেনা হলিউডি প্রথার অবসান। অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান (Oscar Award Ceremony) সম্প্রচারে এবার...

রাজ্যে ২ কোটি কর্মসংস্থান, কমেছে ৪০ শতাংশ বেকারত্ব: উন্নয়নের খতিয়ান তুলে বিরোধীদের অপপ্রচারের জবাব মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্পে জোয়ার। ২ কোটি কর্মসংস্থান হয়েছে। কমেছে ৪০ শতাংশ বেকারত্ব। বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে বাণিজ্য কনক্লেভে জানালেন মুখ্যমন্ত্রী...

পৃথিবীর গ্ল্যামার ছাড়িয়ে অনন্ত আলোকে প্রথম ফেমিনা মিস ইন্ডিয়া মেহের ক্যাস্তেলিনো

প্রথম ফেমিনা মিস ইন্ডিয়া ও বিশিষ্ট ফ্যাশন সাংবাদিক মেহের কাস্তেলিনো (Meher Castelino) প্রয়াত। বুধবার মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়েছে।...

নয়াদিল্লির নির্দেশে বৃহস্পতিতে দিনভর রাজশাহী-খুলনায় ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ!

ঢাকার পর এবার বাংলাদেশের রাজশাহী ও খুলনাতেও ভারতীয় ভিসা কেন্দ্র (India Visa Center) বন্ধ রাখার সিদ্ধান্ত নিল নয়া...