বন্যা বিধ্বস্ত পঞ্জাব: ত্রাণ নিয়ে পাশে সোনু-রণদীপ, প্রার্থনা শাহরুখের

Date:

Share post:

ফুঁসছে সুতলেজ, বিয়াস, রাভি। পঞ্চনদের দেশ প্রায় ৪০ বছর পরে দেখল এমন ভয়াবহ বন্যা। বাড়ি-ঘর, চাষের ক্ষেত থেকে জাতীয় সড়ক – সবই জলের তলায়। ত্রাণ থেকে উদ্ধারকাজ – সেনাবাহিনীর হেলিকপ্টারই ভরসা। ইতিমধ্যেই ৩০ জনের মৃত্যুর খবর জানিয়েছে পঞ্জাব প্রশাসন। ক্ষতিগ্রস্ত অন্তত সাড় তিন লক্ষ মানুষ। গবাদি পশুর ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত গণনাই করতে পারা যায়নি। এই পরিস্থিতিতে একদিকে যেমন সরকারি সাহায্য পৌঁছে দেওয়ার কাজ চলছে পঞ্জাবের বিভিন্ন এলাকায়, তেমনই এগিয়ে এসেছেন বলিউড তারকা সোনু সুদ ও রণদীপ হুডা।

পঞ্জাবে গত ৩৭ বছরে এমন ভয়াবহ বন্যা হয়নি, বলছে পরিসংখ্যান। জম্মু ও কাশ্মীর এবং হিমাচল থেকে প্রবাহিত সব নদী উৎসস্থল এলাকা থেকেই এত বিপুল পরিমাণ জল আনছে যা ভাসিয়ে দিয়েছে পঞ্চনদের দেশকে। ইতিমধ্যেই পঞ্জাবের ২৩টি জেলাকেই বন্যাকবলিত ঘোষণা করেছে রাজ্য প্রশাসন। ৭ সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়েছে। যে সব জায়গায় জল কম, সেখানে স্কুলগুলিকেই ত্রাণ শিবির হিসাবে কাজে লাগানো হচ্ছে।

রাজ্যের ১,৪০০ গ্রাম বন্যা কবলিত। যেখান থেকে অন্তত ২০,০০০ মানুষকে উদ্ধার করে আনা হয়েছে নিরাপদ স্থানে। এর মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত গুরুদাসপুর, অমৃতসর, হোশিয়ারপুর, কপুরথালা, ফিরোজপুর ও ফাজিল্কা। দুদিন ধরে বৃষ্টি কমলেও জল ক্রমশ বাড়ছে। জলাধারগুলি বহন ক্ষমতার অন্তত হাজার ফুট বেশি জল বহন করছে। এরই মধ্যে আশঙ্কা বাড়িয়ে আবহাওয়া দফতর আগামী দুদিন আবার পঞ্জাবে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

এই পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় আটকে পড়া মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়াই চ্যালেঞ্জ প্রশাসনের। সেই কাজে প্রশাসনকে সহযোগিতা করতে এগিয়ে এসেছেন বিভিন্ন সময়ে মানুষের পাশে দাঁড়ানো অভিনেতা সোনু সুদ। ত্রাণ পৌঁছে দেওয়ার পাশাপাশি তিনি ও তাঁর সংস্থা প্রতিশ্রুতি দেন পঞ্জাবের প্রতিটি গ্রামে তিনি পৌঁছবেন। দেরিতে হলেও পঞ্জাবকে এই প্রতিকূলতায় মাথা তুলে দাঁড়াতে কাজ করবেন। অন্যদিকে বন্যাদুর্গত গুরুদাসপুর এলাকায় ত্রাণ নিয়ে পৌঁছে যান আরেক বলিউড অভিনেতা রণদীপ হুডাও।

আরও পড়ুন: আফগানিস্তানে মৃত ছাড়ালো ১৪০০: ২১ টন ত্রাণ পাঠালো ভারত

বন্যাকবলিত একটি গ্রামে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ত্রাণ নিয়ে যাওয়া হলে এক বৃদ্ধা জলে ডোবা বাড়ির ভিতর থেকেই সেই সাহায্যকারীদের চা পরিবেশন করেন। সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেন ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং। সেই সঙ্গে তিনি বার্তা দেন, এটাই পঞ্জাবের উদ্দীপনা। বলিউড বাদশা শাহরুখ খানও পঞ্জাবের এই পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য প্রার্থনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই সঙ্গে পঞ্জাবের সাহসিকতা ধরে রাখার বার্তাও দেন।

spot_img

Related articles

বাড়ছে পুরস্কার মূল্য, এশিয়া কাপ চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

মঙ্গলবার এশিয়া কাপের ( Asia Cup) বোধন। এবার এশিয়া কাপে  থাকছে আর্কষণীয় পুরস্কারমূল্য। চ্যাম্পিয়ন থেকে রানার্স দলের থাকছে...

নিষেধাজ্ঞা উঠলেও আন্দোলন জারি জেন জি-র! বিক্ষোভে আজও উত্তাল কাঠমান্ডু 

দুর্নীতি থেকে অপশাসনের অভিযোগে নেপালের (Nepal) ওলি সরকারের বিরুদ্ধে আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি সেদেশের তরুণ প্রজন্মের। সোশ্যাল মিডিয়ার...

আজ উপরাষ্ট্রপতি নির্বাচন, কী বলছে ম্যাজিক ফিগারের হিসেব

মঙ্গলবার দেশে উপরাষ্ট্রপতি নির্বাচন (Vice President। এনডিএ জোটের প্রার্থী সিপি রাধাকৃষ্ণন (CP Radhakrishnan) এবং ইন্ডিয়ার (I.N.D.I.A) প্রার্থী বি...

বাংলা মডেলে দিল্লির দুর্গাপুজোতে ছাড় ঘোষণা রেখা গুপ্তার, সঙ্গে আজব ফরমান!

মডেল বাংলা। সেই পথে হেঁটেই দিল্লির (Delhi) দুর্গাপুজোতে বিভিন্ন ক্ষেত্রে ছাড় ঘোষণা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার (Rekha Gupta)। সঙ্গে...