বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় বিশেষ অধিবেশন। বৃহস্পতিবার, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাষণ দেওয়ার কথা আগে থেকে নির্ধারিত ছিল। আর সেটা বুঝেই মুখ্যমন্ত্রীকে বাধা দিতে ছক করে কষে বিজেপি (BJP)। বিজেপির বাধার চক্রান্ত ব্যর্থ করে ভাষা আন্দোলন নিয়ে দুর্দান্ত ভাষণ দিলেন মমতা।

এদিন শুরু থেকেই বিধানসভার (Assembly) অধিবেশনে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে স্লোগান দেন বিজেপি বিধায়কেরা। ওয়েলে নেমে দু’পক্ষই বিক্ষোভ দেখাতে থাকেন। সে সময় তৃণমূল বিধায়কদের শৃঙ্খলার পাঠ দেন মমতা। নিজের দলের বিধায়কদের আসনে ফিরে যেতে বলেন। সেই সঙ্গেই বাংলা ভাষা নিয়ে আক্রমণ করেন বিজেপিকে।

সূত্রের খবর, বিজেপি (BJP) পরিকল্পনা ছিল যে কোনও মূল্য মুখ্যমন্ত্রীকে বলতে দেওয়া হবে না। গভীর ষড়যন্ত্র করেই এদিন অধিবেশনে চূড়ান্ত অসভ্যতা করে বিজেপি। দফায় দফায় বাধা দেন বিজেপি বিধায়করা। কিন্তু সব চক্রান্ত ব্যর্থ করে ধৈর্য ধরে সবটা সামলান মুখ্যমন্ত্রী। আর তার পরেই নরম-গরমে ফাটিয়ে যুক্তি-সহ দুর্দান্ত ভাষণ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বিজেপির সব বাধা দেওয়ার চক্রান্ত ব্যর্থ করে দেন মমতা।
