‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির আগে ফের আইনি জটিলতায় পরিচালক বিবেক অগ্নিহোত্রী। স্বাধীনতা সংগ্রামী গোপাল চন্দ্র মুখার্জির নাতি শান্তনু মুখার্জি পরিচালকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। অভিযোগ, ছবিতে তাঁর দাদুকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

শান্তনুর দাবি, সিনেমায় গোপাল চন্দ্র মুখার্জিকে কসাইয়ের ভূমিকায় দেখানো হয়েছে। এমনকি তাঁকে পাঁঠা বলে কটাক্ষও করা হয়েছে, যা একদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের অপমান, অন্যদিকে তাঁদের পরিবারের সম্মানহানি। শান্তনুর আইনজীবী দেবাঞ্জন মুখার্জি আদালতে যুক্তি দেন, যিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তাঁকে মানুষের বলি দেওয়ার চরিত্রে দেখানো হয়েছে। যদি এটি সত্যিই কল্পকাহিনি হয়, তবে তা উল্লেখ করাই উচিত ছিল।

অন্যদিকে পরিচালক বিবেক অগ্নিহোত্রী দাবি করেছেন, ছবির চরিত্র গোপাল ‘পাঠা’ কোনওভাবেই ঐতিহাসিক চরিত্র নয়। শান্তনু মুখার্জির সাক্ষাৎকারের ভিত্তিতেই চরিত্রটি তৈরি হয়েছে বলে তাঁর বক্তব্য। মামলার প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহার শান্তনু মুখার্জির কাছে জানতে চান, আপনি কি নিশ্চিত, ছবির চরিত্রটি সত্যিই আপনার ঠাকুর্দাকে কেন্দ্র করে তৈরি? যদি ছবিটি কল্পকাহিনি হয়, তবে অসুবিধা কোথায়? একইসঙ্গে বিচারপতি স্পষ্ট জানান, এটি বহু পুরনো ঘটনা। এখন ছবির মুক্তি আটকে দেওয়া সহজ নয়। সবার বক্তব্য না শুনে কোনও পদক্ষেপ করা সম্ভব নয়। দেশজুড়ে শুক্রবার মুক্তি পাচ্ছে ‘দ্য বেঙ্গল ফাইলস’। তবে আদালতের পর্যবেক্ষণের পর এই সিনেমা নিয়ে নতুন বিতর্কের আঁচ মিলেছে বাংলায়।

আরও পড়ুন- মোকাবিলায় ব্যর্থ তাই সেনাকে অপব্যবহার! ভাষা-আন্দোলনের মঞ্চ থেকে বিজেপিকে কড়া আক্রমণ তৃণমূলের

_

_

_
_
_

_
_