Friday, November 14, 2025

ফের বিতর্কে পরিচালক বিবেক অগ্নিহোত্রী! আদালতের দ্বারস্থ স্বাধীনতা সংগ্রামীর নাতি

Date:

‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির আগে ফের আইনি জটিলতায় পরিচালক বিবেক অগ্নিহোত্রী। স্বাধীনতা সংগ্রামী গোপাল চন্দ্র মুখার্জির নাতি শান্তনু মুখার্জি পরিচালকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। অভিযোগ, ছবিতে তাঁর দাদুকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

শান্তনুর দাবি, সিনেমায় গোপাল চন্দ্র মুখার্জিকে কসাইয়ের ভূমিকায় দেখানো হয়েছে। এমনকি তাঁকে পাঁঠা বলে কটাক্ষও করা হয়েছে, যা একদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের অপমান, অন্যদিকে তাঁদের পরিবারের সম্মানহানি। শান্তনুর আইনজীবী দেবাঞ্জন মুখার্জি আদালতে যুক্তি দেন, যিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তাঁকে মানুষের বলি দেওয়ার চরিত্রে দেখানো হয়েছে। যদি এটি সত্যিই কল্পকাহিনি হয়, তবে তা উল্লেখ করাই উচিত ছিল।

অন্যদিকে পরিচালক বিবেক অগ্নিহোত্রী দাবি করেছেন, ছবির চরিত্র গোপাল ‘পাঠা’ কোনওভাবেই ঐতিহাসিক চরিত্র নয়। শান্তনু মুখার্জির সাক্ষাৎকারের ভিত্তিতেই চরিত্রটি তৈরি হয়েছে বলে তাঁর বক্তব্য। মামলার প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহার শান্তনু মুখার্জির কাছে জানতে চান, আপনি কি নিশ্চিত, ছবির চরিত্রটি সত্যিই আপনার ঠাকুর্দাকে কেন্দ্র করে তৈরি? যদি ছবিটি কল্পকাহিনি হয়, তবে অসুবিধা কোথায়? একইসঙ্গে বিচারপতি স্পষ্ট জানান, এটি বহু পুরনো ঘটনা। এখন ছবির মুক্তি আটকে দেওয়া সহজ নয়। সবার বক্তব্য না শুনে কোনও পদক্ষেপ করা সম্ভব নয়। দেশজুড়ে শুক্রবার মুক্তি পাচ্ছে ‘দ্য বেঙ্গল ফাইলস’। তবে আদালতের পর্যবেক্ষণের পর এই সিনেমা নিয়ে নতুন বিতর্কের আঁচ মিলেছে বাংলায়।

আরও পড়ুন- মোকাবিলায় ব্যর্থ তাই সেনাকে অপব্যবহার! ভাষা-আন্দোলনের মঞ্চ থেকে বিজেপিকে কড়া আক্রমণ তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version