তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। ১০০ কোটি টাকার মানহানির মামলা। তবে মামলা নিয়ে একেবারেই বিচলিত নন কুণাল। উল্টে মিঠুন চক্রবর্তীকে তীব্র কটাক্ষ করলেন কুণাল। তাঁর সোজা বক্তব্য, যাঁর মান থাকে, তিনি কি এত বার দলবদল করেন? তদন্তের ভয়ে কেউ দলবদল করে, তা-ই হয়েছে। কোর্টে দেখা হবে।

মিঠুনের অভিযোগ, সংবাদমাধ্যমে কুণালের একাধিক মন্তব্যে ক্ষুণ্ণ হয়েছে মিঠুন ও তাঁর পরিবারের সম্মান। অভিযোগের জবাবে কুণালের সাফ কথা, সংবাদমাধ্যমের সূত্রে জানতে পেরেছি যে মিঠুন চক্রবর্তী নাকি আমার নামে একটি মামলা করেছেন। তা আবার ১০০ কোটি টাকার। যদিও এই মামলা সংক্রান্ত কোনও চিঠিপত্র এখনও আমি পাইনি। কুণাল বলেন, আমিও একটি মামলা মিঠুন চক্রবর্তীর নামে করেছি। আমার আইনজীবীর অসুস্থতার কারনে এখনও নোটিশ পাঠানো হয়নি। যে কথায় কথায় দলবদল করেন, কোনও দলে যাঁর মান নেই, তাঁর আবার মানহানির মামলা? আমি চাই মামলাগুলি সিবিআই তদন্ত করুক। চার-পাঁচটি চিটফান্ডের সঙ্গে কীভাবে যুক্ত ছিলেন মিঠুনদা, সেটা আদালতেই বলব।

আরও পড়ুন- বাঙালি অস্মিতা ভুলে যাবেন না! শিক্ষক দিবসে মাতৃভাষার মাহাত্ম তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

_

_

_

_
_
_

_
_