Thursday, December 18, 2025

আফগানদের বিরুদ্ধেও ড্র, প্লে-অফের আশা টিকে থাকল ভারতের

Date:

Share post:

বৃহস্পতিবার কাফা নেশনস কাপের (CAFA N ations Cup)গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের(Afganistan) মুখোমুখি হয়েছিল ভারত(India)। গোলশূন্যভাবে শেষ হল এই ম্যাচ। ভারতের প্লে-অফ যাওয়ার সম্ভাবনা ইরান-তাজিকিস্তান ম্যাচের উপর ঝুলে রইল।

প্রথম ম্যাচে তাজিকিস্তানের বিরুদ্ধে জিতলেও দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইরানের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে। এই ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি অভিজ্ঞ ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্ঘন। ফলে ডিফেন্সে আনোয়ার, রাহুল ভেকেদের উপরই ভরসা করতে হয়েছিল খালিদ জামিলকে। ফিফা ক্রম তালিকায় পিছিয়ে থাকলেও আফগানিস্তান যে বেগ দেবে ভারতকে সেটা সহজেই অনুমেয় ছিল।

ম্যাচের শুরুতে প্রতিপক্ষকে দেখে নেওয়ার কৌশল ছিল খালিদ জামিলের। সেই সুযোগে ভারতীয় ডিফেন্সে হানা দেয় আফগানরা। ৮ মিনিটে ভারত প্রথম সুযোগ পায়। ৮ মিনিটে ইরফান ফ্রিকিকও আদায় করেন। সেখান থেকে কর্নারও পায় ভারত।কিন্তু কোনও সুযোগই কাজে লাগাতে পারেনি ভারত।২৩ মিনিটে আলি রেজার শট দুরন্ত দক্ষতায় বাঁচান গুরপ্রীত সিং সান্ধু। এরপর সুযোগ আসে আশিকের সামনে। কিন্তু সেটাও কাজে লাগাতে পারলেন না আশিক। ফলে প্রথম ৪৫ মিনিট শেষে খেলার ফল ছিল ০-০।

দ্বিতীয়ার্ধে খেলার চিত্র খুব একটা বদল হল না। দ্বিতীয়ার্ধের শুরুতে বিক্রম প্রতাপ সিংহকে নামান কোচ খালিদ। তাঁকে সামনে রেখে লং বলের পরিকল্পনা করেন তিনি। আসলে খালিদের খেলার স্টাইল রক্ষণাত্বক। ফলে আক্রমণে খুব একটা বৈচিত্র ছিল না। রক্ষণ আগলে রাখতেই মরিয়া ছিলেন তাঁরা।৫২ মিনিটে সুযোগ নষ্ট করল ভারত। ৭০ মিনিটের বিপদের হাত থেকে রক্ষা পেল ভারত। বক্সের মধ্যে থেকে হানিফির শট বারে লেগে ফেরে। এই ম্যাচ জিতলে নক আউটে ওঠার সুযোগ থাকত আফগানিস্তানের। ফলে সময় যত শেষ হচ্ছিল ততই তাদের আক্রমণের চাপ বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু খালিদ জানতেন এক পয়েন্ট পেতেই হবে। সেই লক্ষ্যে তিনি রক্ষণে লোক বাড়িয়ে দেন। ভারতীয় ফুটবলাররা বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিলেন।

শেষ পর্যন্ত ০-০ ভাবেই শেষ হল ম্যাচ। ফলে গ্রুপের শেষ ম্যাচে ইরান তাজিকিস্তানকে হারালেই ভারত নক আউটে যাবে।

আরও পড়ুন –

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...