একজোট ভারত-রাশিয়া-চিন: গভীর হতাশা ট্রাম্পের, মন্তব্যে নারাজ বিদেশমন্ত্রক

Date:

Share post:

অবশেষে চারদিন পর মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প। চিনে নরেন্দ্র মোদি (Narendra Modi), ভ্লাদিমির পুতিন (Vladimir Putin), শি জিনপিং (Xi jinping) – তিন রাষ্ট্র নেতাকে একসঙ্গে দেখার পর মার্কিন প্রতিক্রিয়া ছিল অবশ্যম্ভাবী। তবে চারদিন চুপ করে থেকে অবশেষে তিনজনের ছবি তুলে ধরে গভীর হতাশা প্রকাশ করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। যদিও শুক্রবার ভারতীয় বিদেশমন্ত্রক এই নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি।

কখনো শুল্ক, কখনো যুদ্ধ – এশিয়ার তিন শক্তিধর দেশ চিন, রাশিয়া এবং ভারতের সঙ্গে গত ছয় মাসে ক্রমশ সম্পর্ক খারাপ করে তুলেছে আমেরিকা। চিনের উপর চড়া শুল্ক লাগু করেও পিছিয়ে আসতে বাধ্য হয়েছে ট্রাম্প প্রশাসন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে বারবার হুমকির পর পুতিনের সঙ্গে বৈঠক করে যুদ্ধ মেটানোর চেষ্টা করেছেন। সেই আলোচনাও যে ব্যর্থ হয়েছিল তা ট্রাম্পের কথাতেই ছিল স্পষ্ট। এশিয়ার এই দুই শক্তিধর দেশের উপর বল প্রয়োগ করে যখন কোনও সমাধান হয়নি তখন ট্রাম্পের নজর পড়েছে ভারতের উপর।

ভারতীয় সামগ্রীর উপর ৫০ শতাংশ শুল্ক লাগু করার মার্কিন নীতির সমালোচনা হয়েছে চিনের এসসিও সামিটে। সমালোচনা করেছেন খোদ চিনের রাষ্ট্রপতি সি জিনপিং। তবে সোমবার বৈঠকের কথাবার্তা প্রকাশ্যে আসার পরেও চুপচাপ ছিল আমেরিকা।

অবশেষে মুখ খুললেন খোদ ট্রাম্প। গভীর হতাশার সঙ্গে ট্রাম্প নিজের ট্রুথ হেন্ডেলে দাবি করেন, মনে হচ্ছে গভীর এবং অন্ধকারাচ্ছন্ন চিনের (China) কাছে আমরা ভারত (India) এবং রাশিয়াকে (Russia) হারিয়ে ফেললাম। আশা করব তাদের একযোগে দীর্ঘ এবং সাফল্যময় ভবিষ্যতের জন্য। ট্রাম্পের এই বক্তব্যে স্পষ্ট, পুতিন-ট্রাম্প আলোচনায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার কোনও ইঙ্গিত যে নেই তা তিনি বুঝে গিয়েছেন। অন্যদিকে ভারতের ওপর শুল্ক লাগু করে যে চাপ প্রয়োগের খেলা তিনি শুরু করেছিলেন, চিন ও রাশিয়ার সহযোগিতায় ভারত সেখান থেকেও মাথা তুলে দাঁড়াবে।

আরও পড়ুন: কী চান EVM না ব্যালট? কর্নাটকের কংগ্রেস সরকারের ভোট ব্যালটের পক্ষে

ভারত-আমেরিকা শুল্ক দ্বন্দ্বের মধ্যে চিনে অনুষ্ঠিত এসসিও সামিট যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। সেখানে তিন রাষ্ট্রনেতার একসঙ্গে দাঁড়ানোর যে ছবি প্রচারিত হয়েছিল, সেই ছবি তুলে ধরেছেন ট্রাম্প। তবে তাঁর বক্তব্যে এটাও স্পষ্ট, ভারতের সঙ্গে আর কোনও বাণিজ্যিক মধ্যস্থতার পথে যাবে না আমেরিকা। শুক্রবার এই সম্পর্কে প্রশ্ন করা হলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ান স্পষ্ট জানান, এই সম্পর্কে কোনও মন্তব্য করা হবে না।

spot_img

Related articles

কলকাতার সঙ্গে জুড়ে গেল চিন: ঘোষণা হল প্রথম উড়ানের দিন

ভারত সরকার চিনের সঙ্গে নতুনভাবে যোগাযোগের বার্তা দিয়েছিল। ভারত ও চিনের মধ্যে সরাসরি উড়ানের প্রস্তাবও হয়েছিল। এবার কলকাতা...

দুর্গাপুজোর বিসর্জনে বিপর্যয় মধ্যপ্রদেশে: ট্রাক্টর উল্টে মৃত ১১

দুর্গাপুজোর বিসর্জনে বড়সড় বিপর্যয় মধ্যপ্রদেশের (Madhyapradesh) খান্ডোয়া জেলায়। বিসর্জনের গ্রামবাসী বোঝাই ট্রাক্টর (tractor) উল্টে গিয়ে জলে পড়ে যান...

দুর্গোৎসবের দশমীতে কাঁদল প্রকৃতিও: উত্তরে ধসে বিপর্যয়

ফের অতি গভীর নিম্নচাপ। নবমীতে কিছুটা রেহাই দিলেও দশমী থেকেই উত্তর ও দক্ষিণ – দুই বঙ্গেই বৃহস্পতিবার থেকে...

বাংলায় বড় বিনিয়োগ করতে চলেছে JSW: সুরুচির পুজোয় জানালেন সজ্জন, সঙ্গীতা করতে চান আর্ট স্কুল

বাংলায় বড় বিনিয়োগ করতে চলেছে JSW গ্রুপ। বিজয়া দশমীতে সুরুচি সংঘের পুজোয় এসে এই আশার কথাই শোনালেন সংস্থার...