এসআইআর (SIR) বিতর্কের মাঝেই এবার সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকল নির্বাচন কমিশন (Election Commission of India)। আগামী ১০ সেপ্টেম্বর (বুধবার) রাজধানীর দ্বারকা IIDEM ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে যেখানে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের CEO-দের সঙ্গে নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত একজন অতিরিক্ত বা যুগ্ম সিইও-কে ওই উপস্থিত থাকতে হবে।

দেশজুড়ে বিভিন্ন রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে একটি ‘মিনিট টু মিনিট প্রোগ্রাম’ পাঠানো হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে। এখন নির্বাচনী প্রক্রিয়াকে আরও সুসংগত করার নাম করে বিজেপির নির্দেশে কাজ করে চলা কমিশন কোন নয়া পদক্ষেপ করতে চলেছে সেদিকে নজর রাজনৈতিক মহলের।

–

–

–

–

–

–

–

–
–