শিক্ষক দিবসের শুভেচ্ছা জানালেন মমতা ও অভিষেক

Date:

Share post:

৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস (Teachers’ Day)। এই দিনে সমাজে শিক্ষকদের অবদানকে সম্মান করার জন্য নিবেদিত। প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস। এই দিনে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “আজ ‘শিক্ষক দিবস’ (Teachers’ Day)। প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস। তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম।
এই পুণ্যদিনে সকল শিক্ষক-শিক্ষিকা, অধ্যাপক-অধ্যাপিকা ও অশিক্ষক কর্মীবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। নবপ্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করে তোলার মূল কারিগর তাঁরাই।
গতকাল যথাযোগ্য মর্যাদায় আমরা ‘শিক্ষক দিবস’-এর অনুষ্ঠান পালন করেছি। সেখানে সমাজের প্রতি শিক্ষকদের এই অসাধারণ অবদানকে স্বীকৃতি জানাতে রাজ্যের বিভিন্ন স্কুল, আই টি আই – এর বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের ‘শিক্ষারত্ন’ সম্মাননা জ্ঞাপন করা হয়েছে। সেরা স্কুলগুলোকেও পুরস্কৃত করা হয়েছে। এছাড়া রাজ্যের কৃতী ছাত্রছাত্রী যারা এবারের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স, আলিম, ফাজিল, হাই-মাদ্রাসা, ICSE, ISC, CBSE এবং ভোকেশনাল পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেয়েছে, তাদেরও সম্মানিত করা হয়েছে।
সকলকে আমি আর একবার আমার আন্তরিক অভিনন্দন জানাই।”

আরও পড়ুন- লক্ষ্য ২৬- এর নির্বাচন, হাওড়া-ঝাড়গ্রাম জেলা নেতৃত্বকে নিবিড় জনসংযোগে জোর দেওয়ার বার্তা অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “শিক্ষা হল সেই আলো যা অজ্ঞতা দূর করে, প্রগতিশীল ও আলোকিত সমাজের ভিত্তি তৈরি করে।
আজ, আমি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণকে আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি জানাই, একজন দূরদর্শী দার্শনিক এবং রাষ্ট্রনায়ক, যার জীবন এবং আদর্শ জ্ঞান এবং মূল্যবোধের রূপান্তরকারী শক্তিকে মূর্ত করে তোলে।
এই শিক্ষক দিবসে, আমরা সেই পথপ্রদর্শকদের প্রণাম জানাই যারা শিক্ষার বীজ বপন করেন, আত্মবিশ্বাস জাগিয়ে তোলেন এবং একটি উজ্জ্বল আগামীর ভিত্তি তৈরি করেন।”

_

_

_

_

 

spot_img

Related articles

হিডকোর নতুন চেয়ারপার্সন চন্দ্রিমা, মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

রাজ্যের আবাসন পরিকাঠামো উন্নয়ন পর্ষদ হিডকো-র নতুন চেয়ারপারসন হলেন অর্থ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । মঙ্গলবার নবান্ন...

EPIC কার্ডকেও SIR-এর অন্তর্ভুক্ত করা উচিত: দাবি মমতার

“আমি মনে করি EPIC কার্ডকেও (SIR-এর) অন্তর্ভুক্ত করা উচিত। ভোটার কার্ড একটি পরিচয়পত্র এবং আধার কার্ডকে অন্তর্ভুক্ত করা...

নেপাল পরিস্থিতিতে সতর্ক বাংলার প্রশাসন: কড়া বার্তা ডিজি রাজীব কুমারের

নেপালে কোনও দুর্ঘটনা বা অশান্তি হলে সব সময়ই তার আঁচ প্রতিবেশী রাজ্য বাংলার উপর পড়ে। সোমবার থেকে নেপালে...

বিজেপি দু-মুখো সাপ! দুর্গাপুজো নিয়ে মোদি-শাহের দ্বিচারিতার পর্দাফাঁস তৃণমূলের

আর কত ভণ্ডামি করবে বিজেপি! বাংলার দুর্গাপুজো (Durga Puja) নিয়ে বিজেপির দ্বিচারিতার মুখোশ এবার খসে পড়ল। বাংলাকে অপমান...