বন্ধু উপদেষ্টা শিল্পপতি এলন মাস্ককে নৈশভোজে আমন্ত্রণই জানালেন না ট্রাম্প (Donald Trump)। অপমান ঢাকতে মাস্ক বলেছেন, আমি ব্যস্ত ছিলাম কিন্তু আমার প্রতিনিধি গিয়েছিলেন। কিন্তু আসল তথ্য ফাঁস করে দিয়েছে হোয়াইট হাউস। তারা জানিয়েছে, মাস্ককে আমন্ত্রণই করেননি ট্রাম্প।

বিশ্বের প্রথম সারির তথ্যপ্রযুক্তির কর্ণধারদের নৈশভোজে আমন্ত্রণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ছিলেন মার্ক জুকেরবার্গ, টিম কুক, সত্য নাদেল্লা, বিল গেটস-সহ শীর্ষ কর্তারা। কেন নেই মাস্ক প্রশ্ন সর্বত্র।

আরও পড়ুন- আগামী সপ্তাহেই সব রাজ্যের CEO-দের নিয়ে রাজধানীতে বৈঠক নির্বাচন কমিশনের!

ট্রাম্পকে দ্বিতীয়বার জেতানোর পিছনে অন্যতম কারিগর এলন মাস্ক। প্রচার করেছেন, টাকা ঢেলেছেন, এমনকি জেতার পর ট্রাম্পের পরামর্শদাতাও হয়েছিলেন। দু’জনের কাজকর্ম নিয়ে অচিরেই বিবাদ বাধে। একটি বিল নিয়ে দুজনের প্রকাশ্য লড়াই, তিক্ততা, পারস্পরিক আক্রমণ এবং শেষমেশ ট্রাম্প প্রশাসন থেকে বিদায় মাস্কের। সেই তিক্ততা এখনও চলছে।

_

_

_
_
_

_
_