উত্তরপ্রদেশে জাত তুলে থানায় হেনস্থা তরুণীকে! ক্ষুব্ধ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর চিঠি যোগীকে

Date:

Share post:

একের পর এক নারী নিগ্রহের ঘটনা। মুখ পুড়ছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) যোগী সরকারের। এবার জাত তুলে থানায় হেনস্থা তরুণীকে। বিষয়টি এমন পর্যায়ে পৌঁছেছে যে স্বয়ং মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার প্রতিমন্ত্রী রামদাস অঠাওয়ালে। রামদাস কেন্দ্রের এনডিএ জোটের শরিক আরপিআই-এর প্রধান। যোগী আদিত্যনাথকে এই বিষয়ে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন ক্ষুব্ধ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

জন্মসূত্রে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাসিন্দা পুনিতা যাদব সোনারপুরে রাজ্য পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শান্তি দাসের (Shanti Das) কাছেই বড় হচ্ছেন। অভিযোগ, আজ়মগড় থেকে বাসে করে দিল্লি যাওয়ার পথে পুনিতার বন্ধু রঞ্জেশের সঙ্গে এক যুবকের বচসা হয়। ওই যুবকের পরিচিত এক পুলিশকর্মী তাঁকে বাস থেকে নামিয়ে মারধর করেন বলে অভিযোগ। রঞ্জেশের কাছ থেকে দেড় লক্ষ নগদ টাকাও ছিনিয়ে নেওয়া হয়।

এর পরের ঘটনা আরও ভয়াবহ। বন্ধুকে নিয়ে থানায় অভিযোগ জানাতে গেলে পুনিতাকে তাঁর জাত তুলে গালিগালাজ করা হয়ে বলে অভিযোগ। নিজস্ব সূত্র কাজে লাগিয়ে শান্তি কেন্দ্রীয় মন্ত্রী অঠাওয়ালের সঙ্গে যোগাযোগ করে গোটা ঘটনা জানান।

যোগী রাজ্যের বিরুদ্ধে পিছিয়ে-পড়া সম্প্রদায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নতুন নয়। ক্ষুব্ধ শান্তি বলেন, উত্তরপ্রদেশে পুলিশ (Police) এই ধরনের আচরণে তিনি হতবাক। এত দিন ধরে এ ভাবে পুনিতাদের হেনস্থা করা হচ্ছে! কেউ অভিযোগ নিতে বা পদক্ষেপ করতেই চাইছে না। এমনকী, ঘটনাটি যেখানে ঘটেছে, ওরা সেই বাসের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেনি। তাই বাধ্য হয়ে আমরাই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছি।

শান্তির চিঠি পেয়েই নড়েচড়ে বসেন কেন্দ্রীয় মন্ত্রী। যোগীকে চিঠি পাঠান তিনি। সেখানে লেখেন, “পুনিতার বন্ধু রঞ্জেশের সঙ্গে অন্যায় হয়েছে। সেই অভিযোগ জানাতে পুনিতারা এসপি, সহকারী এসপি-র সঙ্গেও যোগাযোগ করেন। কিন্তু এখনও পুলিশ কিছু করেনি। যে পুলিশকর্মী কাটকা থানায় পুনিতার সঙ্গে দুর্ব্যবহার করেছেন, তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হোক, চান নির্যাতিতা। আপনাকে বিষয়টি দেখতে এবং আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ করছি।“

প্রশ্ন উঠছে, প্রধানমন্ত্রী নারী সুরক্ষা নিয়ে এত কথা বলেন, নারী ক্ষমতায়নের কথা বলেন কিন্তু  বিজেপি পরিচালিত যোগী রাজ্যে নারীরা নিরাপত্তাহীন থানাতেই লাঞ্ছিত হন। যেখানে সুবিচারের চেয়ে এফআইআর নথিভুক্ত করতে দিল্লি পর্যন্ত ছুটতে হয়। তারপর কেন্দ্রীয় মন্ত্রী স্বয়ং চিঠি লিখে মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে হস্তক্ষেপ করতে অনুরোধ করেন, এটাই কী তাহলে ডাবল ইঞ্জিনের উত্তরপ্রদেশের যোগী মডেল?

spot_img

Related articles

নিষেধাজ্ঞা উঠলেও আন্দোলন জারি জেন জি-র! বিক্ষোভে আজও উত্তাল কাঠমান্ডু 

দুর্নীতি থেকে অপশাসনের অভিযোগে নেপালের (Nepal) ওলি সরকারের বিরুদ্ধে আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি সেদেশের তরুণ প্রজন্মের। সোশ্যাল মিডিয়ার...

সূর্যের রোষে শরতের আকাশে গ্রীষ্মের চওড়া ব্যাটিং

সকাল থেকে হাঁসফাঁস দশা, ক্যালেন্ডার যতই বলুক সময়টা শরৎকাল, দক্ষিণবঙ্গের আবহাওয়ার গতিপ্রকৃতিতে তাঁর কোনও প্রভাব নেই। বরং পেঁজা...

সাইকেল নিয়ে নৌকায় উঠতেই মাঝ নদীতে দুর্ঘটনা! নিখোঁজ এক কৃষক 

মঙ্গলের সকালে মুর্শিদাবাদের (Murshidabad) রানীনগরের কাতলামারী কারগিল ঘাটের কাছে মরা পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা। নিখোঁজ এক কৃষক। বলছেন...

প্রশাসনিক সভা থেকে দলীয় কর্মসূচি, আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

পুজোর আগে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার দুপুরে তিনি কলকাতা থেকে রওনা দেবেন। উৎসবের প্রাক...