Saturday, December 13, 2025

উত্তরপ্রদেশে জাত তুলে থানায় হেনস্থা তরুণীকে! ক্ষুব্ধ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর চিঠি যোগীকে

Date:

Share post:

একের পর এক নারী নিগ্রহের ঘটনা। মুখ পুড়ছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) যোগী সরকারের। এবার জাত তুলে থানায় হেনস্থা তরুণীকে। বিষয়টি এমন পর্যায়ে পৌঁছেছে যে স্বয়ং মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার প্রতিমন্ত্রী রামদাস অঠাওয়ালে। রামদাস কেন্দ্রের এনডিএ জোটের শরিক আরপিআই-এর প্রধান। যোগী আদিত্যনাথকে এই বিষয়ে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন ক্ষুব্ধ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

জন্মসূত্রে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাসিন্দা পুনিতা যাদব সোনারপুরে রাজ্য পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শান্তি দাসের (Shanti Das) কাছেই বড় হচ্ছেন। অভিযোগ, আজ়মগড় থেকে বাসে করে দিল্লি যাওয়ার পথে পুনিতার বন্ধু রঞ্জেশের সঙ্গে এক যুবকের বচসা হয়। ওই যুবকের পরিচিত এক পুলিশকর্মী তাঁকে বাস থেকে নামিয়ে মারধর করেন বলে অভিযোগ। রঞ্জেশের কাছ থেকে দেড় লক্ষ নগদ টাকাও ছিনিয়ে নেওয়া হয়।

এর পরের ঘটনা আরও ভয়াবহ। বন্ধুকে নিয়ে থানায় অভিযোগ জানাতে গেলে পুনিতাকে তাঁর জাত তুলে গালিগালাজ করা হয়ে বলে অভিযোগ। নিজস্ব সূত্র কাজে লাগিয়ে শান্তি কেন্দ্রীয় মন্ত্রী অঠাওয়ালের সঙ্গে যোগাযোগ করে গোটা ঘটনা জানান।

যোগী রাজ্যের বিরুদ্ধে পিছিয়ে-পড়া সম্প্রদায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নতুন নয়। ক্ষুব্ধ শান্তি বলেন, উত্তরপ্রদেশে পুলিশ (Police) এই ধরনের আচরণে তিনি হতবাক। এত দিন ধরে এ ভাবে পুনিতাদের হেনস্থা করা হচ্ছে! কেউ অভিযোগ নিতে বা পদক্ষেপ করতেই চাইছে না। এমনকী, ঘটনাটি যেখানে ঘটেছে, ওরা সেই বাসের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেনি। তাই বাধ্য হয়ে আমরাই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছি।

শান্তির চিঠি পেয়েই নড়েচড়ে বসেন কেন্দ্রীয় মন্ত্রী। যোগীকে চিঠি পাঠান তিনি। সেখানে লেখেন, “পুনিতার বন্ধু রঞ্জেশের সঙ্গে অন্যায় হয়েছে। সেই অভিযোগ জানাতে পুনিতারা এসপি, সহকারী এসপি-র সঙ্গেও যোগাযোগ করেন। কিন্তু এখনও পুলিশ কিছু করেনি। যে পুলিশকর্মী কাটকা থানায় পুনিতার সঙ্গে দুর্ব্যবহার করেছেন, তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হোক, চান নির্যাতিতা। আপনাকে বিষয়টি দেখতে এবং আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ করছি।“

প্রশ্ন উঠছে, প্রধানমন্ত্রী নারী সুরক্ষা নিয়ে এত কথা বলেন, নারী ক্ষমতায়নের কথা বলেন কিন্তু  বিজেপি পরিচালিত যোগী রাজ্যে নারীরা নিরাপত্তাহীন থানাতেই লাঞ্ছিত হন। যেখানে সুবিচারের চেয়ে এফআইআর নথিভুক্ত করতে দিল্লি পর্যন্ত ছুটতে হয়। তারপর কেন্দ্রীয় মন্ত্রী স্বয়ং চিঠি লিখে মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে হস্তক্ষেপ করতে অনুরোধ করেন, এটাই কী তাহলে ডাবল ইঞ্জিনের উত্তরপ্রদেশের যোগী মডেল?

spot_img

Related articles

উড়ে এলো বোতল – পালালেন সৌরভ, মাঠেই ঢুকলেন না শাহরুখ! শতদ্রু দত্তর নামে ক্ষোভ

ভোর রাত থেকে বিমানবন্দর থেকে যুবভারতী পর্যন্ত অপেক্ষা মেসি ভক্তদের। রাস্তার ধারে অগণিত ফুটবল প্রেমীরা ভিড় করেছিলেন এক...

মেসিকে দেখতে না পাওয়ার রাগ: চেয়ার ভেঙে, মাঠে ঢুকে বিশৃঙ্খলা মেসি-ভক্তদের!

যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলা মেসি-ভক্তদের। এক বালতি জলে এক ফোঁটা চোনা পড়ে যাওয়ার মতো ফুটবল প্রেমীদের আচরণে লজ্জা...

কলকাতায় মেসি, শুধু সেই কারণেই নেপাল থেকে ছুটে এলেন ভক্ত

বুকের মধ্যে মেসি। আর সেই রাজপুত্র আসছেন প্রতিবেশী দেশ ভারতে। এ সুযোগ হাতছাড়া করতে চাননি নেপালের (Nepal) আয়ুষ।...

আওয়ামি লীগ জমানার শেষে বাংলাদেশে তারেকের প্রত্যাবর্তন: অসুস্থ মাকে দেখতে বড়দিনে ফিরছেন

চলতি মাসেই বাংলাদেশে ফিরছেন খালেদা-পুত্র তারেক রহমান। বড়দিনে ২৫ ডিসেম্বর তাঁর দেশে ফেরার ঘোষণা করা হল বিএনপি-র (BNP)...