Saturday, November 15, 2025

রাজ্যের ৬৩৬ পরীক্ষাকেন্দ্রে নির্বিঘ্নে শেষ SSC নিয়োগ পরীক্ষা, আশায় চাকরিপ্রার্থীরা

Date:

কড়া পুলিশি নিরাপত্তা পরীক্ষা কেন্দ্রের বাইরে। পরীক্ষা কেন্দ্রের ভিতরে টান টান উত্তেজনা। বাইরে উদ্বিগ্ন অভিভাবক, পরিজনদের ভিড়। তারই মধ্যে রবিবার নির্বিঘ্নে শেষ হল এসএসসি নবম-দশম (SSC IX-X) নিয়োগ পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা। পরীক্ষাকেন্দ্রের (exam centre) বাইরে বেরিয়ে চাকরি নিয়ে আশার কথা শোনালেন নিয়োগপ্রার্থীরা। বিজেপি রাজ্যের পরীক্ষার্থীরাও পরীক্ষা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

বেলা দেড়টার সময় প্রতিটি পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে আসেন চাকরিপ্রার্থীরা। প্রথমবার পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরের কার্বন কপি হাতে করে নিয়ে বাইরে বেরিয়ে আসেন পরীক্ষার্থীরা। বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের বাইরে বেরিয়ে পরীক্ষার্থীরা জানান প্রশ্নপত্র তাঁদের জন্য সহজ ছিল। পরীক্ষার প্রস্তুতি ভালো করে নিলেও চাকরি পাওয়া সম্ভব। যাঁরা প্রথম পরীক্ষা দিয়েছেন তাঁরাও পরীক্ষায় চাকরি পাওয়ার ব্যাপারে আশার কথা শোনান।

রাজ্যের পরীক্ষার্থীদের পাশাপাশি এসএসসি নিয়োগ (SSC recruitment) পরীক্ষায় যোগ দিয়ে সন্তোষ প্রকাশ করেন ভিন রাজ্যের পরীক্ষার্থীরাও। উত্তরপ্রদেশ থেকে আসা পরীক্ষার্থীরা জানান, পরীক্ষার ব্যবস্থা অত্যন্ত ভালো ছিল। তাঁরা সম্পূর্ণ নিরাপদ ব্যবস্থার মধ্যে খুব ভালো পরীক্ষাও দিয়েছেন।

আরও পড়ুন: জেলা থেকে শহর, রাজ্যজুড়ে নির্বিঘ্নে শুরু এসএসসি পরীক্ষা

রবিবারের নিয়োগের পরীক্ষায় যোগ দিয়েও রাজ্যের বদনাম করার অপচেষ্টা চালায় সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ বাতিল হয়ে যাওয়া চাকরিপ্রার্থীরা। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও পরীক্ষার আগে পর্যন্ত পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্তে অনড় থেকে বারবার সুপ্রিম কোর্টেই মামলা করে গিয়েছেন তাঁরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উসকানিতে রবিবারে নিয়োগ পরীক্ষা বন্ধ করতেই ব্যস্ত ছিলেন। যদিও এদিন সেই মেহবুব মণ্ডল, চিন্ময় মণ্ডলরাও নিজেদের পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version