রাজ্যে কমছে রফতানি, পদ্মার ইলিশের দাম চড়ছে আকাশে

Date:

Share post:

দুর্গাপুজো মানেই ইলিশ ভোজনের আনন্দ। কিন্তু এ বার সেই আনন্দে কষাঘাত। আগের বছরের তুলনায় অনেকটাই কম আসছে বাংলাদেশি ইলিশ। বাংলাদেশ সরকার জানিয়েছে, এ বছর ভারতে রফতানির অনুমতি দেওয়া হয়েছে মাত্র ১২০০ টন ইলিশ পাঠানোর। গত বছর এই সংখ্যা ছিল প্রায় ৩ হাজার মেট্রিক টন। ফলে পুজোর বাজারে পদ্মার ইলিশ পেতে হলে ক্রেতাদের খানিকটা বেশি দাম গুনতে হতে পারে বলেই আশঙ্কা।

বাংলাদেশ সরকারের তরফে জানানো হয়েছে, অভ্যন্তরীণ সরবরাহ কম হলেও উৎসবের মরশুমে ভারতের জন্য বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। ঠিক হয়েছে, প্রতি কেজি ইলিশ ন্যূনতম সাড়ে ১২ ডলারে রফতানি করা যাবে। সীমিত পরিমাণ রফতানি হলেও দুই দেশের সম্পর্কে ইতিবাচক বার্তা দিচ্ছে এই সিদ্ধান্ত।

উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় রফতানি নীতি (২০১৫-১৮)-তে শর্তসাপেক্ষে ইলিশ পাঠানোর অনুমতি ছিল। ২০১৯ সাল থেকে দুর্গাপুজোর আগে ভারতেও ইলিশ পাঠানো শুরু হয়। ২০২১ পর্যন্ত নিয়মিত রফতানি হলেও পরে শেখ হাসিনার সরকার তা বন্ধ করে দেয়। তবুও উৎসবের মরশুমে বিশেষ ছাড় দেওয়া হতো। গত বছর হাসিনা সরকারের পতনের পরে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। প্রথমে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী প্রশাসন জানায়, দেশে চাহিদা মেটানোই অগ্রাধিকার, তাই রফতানি বন্ধ রাখা হবে। পরে সিদ্ধান্ত বদল হয় এবং ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়। এ বারও মিলছে অনুমতি, তবে পরিমাণ আগের বছরের অর্ধেক। ফলে বিশেষজ্ঞরা বলছেন, বাজারে পদ্মার ইলিশের চাহিদা মেটানো কঠিন হবে। ক্রেতাদের পকেট ফাঁক হতে বাধ্য। কিন্তু উৎসবের মরশুমে ইলিশের রসে ভিজতে বাঙালির যে কোনও আপস নেই—সেই পুরনো ছবিই ফের দেখা যাবে বাজারে।

আরও পড়ুন- বাংলা মডেলে দিল্লির দুর্গাপুজোতে ছাড় ঘোষণা রেখা গুপ্তার, সঙ্গে আজব ফরমান!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

লক্ষ্মীপুজোর পর রাজ্যে শুরু SIR! কর্মী সংকটে বিপাকে সিইও দফতর

লক্ষ্মীপুজোর ছুটির পরেই সারা দেশে বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, পুজোর...

ভোটার তালিকা সংশোধনীতে সর্বভারতীয় প্রস্তুতি! দিল্লি যাচ্ছেন মুখ্য নির্বাচনী আধিকারিক

দেশজুড়ে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া শুরু করতে জোরকদমে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতে বুধবার দিল্লিতে...

তিস্তার ক্রমবদলানো গতিপথ-ভাঙনে বিপদ! সমীক্ষায় নামছে রাজ্য 

তিস্তার ক্রমবদলানো গতিপথ ও ভাঙনে দিশেহারা উত্তরবঙ্গ। পাহাড় থেকে মেখলিগঞ্জ সীমান্ত পর্যন্ত প্রায় ৯২ কিলোমিটার জুড়ে নদীর স্বাভাবিক...

বাংলা মডেলে দিল্লির দুর্গাপুজোতে ছাড় ঘোষণা রেখা গুপ্তার, সঙ্গে আজব ফরমান!

মডেল বাংলা। সেই পথে হেঁটেই দিল্লির (Delhi) দুর্গাপুজোতে বিভিন্ন ক্ষেত্রে ছাড় ঘোষণা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার (Rekha Gupta)। সঙ্গে...