Sunday, November 16, 2025

বনগাঁ-দমদমে সাংগঠনিক বৈঠকে জনসংযোগ-উন্নয়ন প্রচারে জোর অভিষেকের 

Date:

ফের জোড়া সাংগঠনিক বৈঠকে জনসংযোগ-উন্নয়ন প্রচারে জোর দেওয়ার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে তিনি বনগাঁ সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন। এরপর দ্বিতীয়ার্ধে দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলাতেও বৈঠক করেন।

বনগাঁ সাংগঠনিক জেলায় বিশাল অঙ্কের মতুয়া ভোট রয়েছে। ঠাকুরবাড়ির সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক বরাবরই ভাল হলেও, উন্নয়ন সত্ত্বেও কেন বিজেপির ভোট বেড়েছে তা নিয়ে খোলাখুলি আলোচনা হয়। অভিষেকের স্পষ্ট নির্দেশ—যে এলাকায় বিজেপির ভোট বেড়েছে সেখানে তৃণমূল নেতৃত্বকে আরও বেশি করে নজর দিতে হবে।

 

রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে অভিষেক জানান, নিজেদের মধ্যে সদ্ভাব বজায় রেখে হাতে হাত মিলিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। বেশি করে মানুষের সঙ্গে মিশে তাঁদের অভাব-অভিযোগ শুনতে হবে এবং সমাধানের চেষ্টা করতে হবে।এদিন বনগাঁ সাংগঠনিক জেলার পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা চেয়ারম্যান মমতা ঠাকুর, জেলা সভাপতি বিশ্বজিৎ দাস, মহিলা সভানেত্রী ইলা বাগচী, যুব তৃণমূল সভাপতি সব্যসাচী ভট্ট, বিধায়ক বীণা মণ্ডল ও মধুপর্ণা ঠাকুর-সহ অনেকে।

অভিষেক এদিন নির্দেশ দেন, সরকারি প্রকল্পের সুবিধা মানুষ ঠিকঠাক পাচ্ছেন কিনা তা নিশ্চিত করতে হবে। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্পে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। কেন্দ্রের বঞ্চনা এবং বাংলার মানুষের উপর চাপিয়ে দেওয়া সমস্যাগুলি নিয়ে বাড়ি বাড়ি প্রচার চালাতে হবে।

বনগাঁ সাংগঠনিক জেলার উত্তর, দক্ষিণ ও গাইঘাটা বিধানসভা বর্তমানে বিজেপির দখলে। এই তিন আসন পুনরুদ্ধারের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ারও নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের ভিতরে পরিবর্তন ও পরিমার্জন দলই করবে বলে জানান তিনি।

আরও পড়ুন – নদীতে মাছ ধরলেন দেব, দিলেন পুজো! উত্তরবঙ্গে ‘রঘু ডাকাত’-এর জমজমাট প্রচার দেবের

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...
Exit mobile version