Friday, November 14, 2025

ফের শুল্কের আলোচনা: ভারতের উপর চাপ কমানোর ইঙ্গিত ট্রাম্পের!

Date:

ভারতকে শুভেচ্ছা জানিয়ে এমন বার্তা দিয়েছিলেন যেন সব সম্পর্ক শেষ। অথচ তারপরেই শুরু করেছিলেন মোদির প্রশংসা। আর এবার সরাসরি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জানিয়ে দিলেন ভারতের সঙ্গে বাণিজ্য নিয়ে গভীর আলোচনা চালাচ্ছে আমেরিকা। ট্রাম্পের এই বার্তার পর আলোচনাকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

এর আগে গোটা বিশ্বে শুল্কযুদ্ধ (tariff war) শুরু করার পর চীনের ওপর ১২৫% শুল্ক লাগু করেও তা প্রত্যাহার করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক লাগু করার পর গোটা বিশ্বে সমালোচিত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের নীতি। যদিও তাতেও উদ্ধত ট্রাম্প ছিলেন একেবারেই অনড়। তবে পরিস্থিতির পরিবর্তন হয়েছে সম্প্রতি চিনে এসসিও সামিট-এর (SCO Summit) পর।

এসসিও সামিটে চিন, রাশিয়ার পাশে ভারত দাঁড়িয়ে যাওয়ায় আমেরিকায় প্রবল প্রতিক্রিয়া হয়। ট্রাম্প নিজে এশিয়ার এই তিন শক্তিধর দেশের জন্য শুভেচ্ছা কামনা করেন। সেই সঙ্গে ইঙ্গিত দেন ভারতের সঙ্গে আপাতত আর কোনও বাণিজ্য আলোচনায় যাবে না আমেরিকা।

মাত্র কয়েক দিনের মধ্যেই উল্টো সুর ট্রাম্পের (Donald Trump)। এবার ঘোষণা করলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য নিয়ে যে বাধা রয়েছে তা কাটাতে শুরু হয়েছে আলোচনা। তিনি ইঙ্গিত দেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ‘বন্ধু’ মোদির সঙ্গে আলোচনাতেও বসতে পারেন তিনি। এমনকি স্পষ্ট করে দেন দু’দেশের মধ্যে বাণিজ্য নিয়ে সমঝোতায় পৌঁছাতে কোনও সমস্যা হবে না।

 

আরও পড়ুন: পরিস্থিতি খুব খারাপ! পানিট্যাঙ্কি দিয়ে নেপাল-ফেরৎ ভারতীয়রা প্রাণ ফিরে পেলেন

ট্রাম্পের এই বার্তার পাল্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, দুই দেশের বাণিজ্য আলোচনায় অবশ্যই দুই দেশের পারস্পরিক আদান-প্রদানের পথ খুলবে। দ্রুত সেই পথ খোলার চেষ্টা চালাচ্ছে ভারত। সেখানেই অর্থনীতিকদের প্রশ্ন, সমঝোতা কী ভারতের স্বার্থ বিসর্জন দিয়ে করলেন মোদি। মেনে নেওয়া হবে আমেরিকার সব শর্ত, প্রশ্ন রাজনীতিকদের।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version