Thursday, November 13, 2025

গেরুয়া যোগ! প্রাক্তন সেনাদের ‘রংহীন’ ধর্নায় বিজেপির শুভেন্দু

Date:

মেয়ো রোডে তৃণমূলের ধর্না মঞ্চ খুলে দিয়েছিল সেনাবাহিনী (Army)। তখনই শাসকদল অভিযোগ করে, এর পিছনে রয়েছে BJP। কয়েকদিনের মধ্যেই একেবারে হাতে গরম প্রমাণ মিলল সেই মেয়ো রোডেই। বৃহস্পতিবার, প্রাক্তন সেনা কর্মীদের প্রতিবাদ মঞ্চ আলো করলেন বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)-সহ অন্যান্যরা। অর্থাৎ সেদিন পদ্মশিবিরই কলকাঠি নেড়ে তৃণমূলের মঞ্চ খুলিয়েছিল।

আগেই তৃণমূলের (TMC) তরফ থেকে অভিযোগ করা হয়, লিখিত অনুমতি থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রতিহিংসাবশত তৃণমূলের মঞ্চ খোলানোর চক্রান্ত করেছে বিজেপি। আর তাতে ব্যবহার করেছে সেনাকে। এই কারণে মেয়ো থেকে ধর্না রানি রাসমণিতে নিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। তাঁদেরকে দোষারোপ করা হয়েছে- এই অভিযোগ তুলে ধর্নায় বসেন প্রাক্তন সেনা আধিকারিক-কর্মীরা। আদালত থেকে অনুমতি নিয়ে এসে বৃহস্পতিবার গান্ধী মূর্তির সামনে মোয়া রোডে ধর্নায় বসেন তাঁরা।

এই ধর্না প্রসঙ্গে তৃণমূল নেতা তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, আমরা সেনাকে সম্মান করি। কিন্তু একাংশ বিজেপির হয়ে কাজ করছে। আর বিজেপির একটা শাখাই তাদের দিয়ে তৃণমূলের মঞ্চ খুলিয়েছে।

এদিন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গান্ধীর মূর্তির পাদদেশে ধর্না কর্মসূচি হয়। দাবি, এই ধর্নায় রাজনীতির রং নেই। কিন্তু তৃণমূলের অভিযোগ সত্যি করে ধর্না মঞ্চে হাজির হন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে শুভেন্দুর সাফাই, “কোনও দলের নেতা হয়ে নয়, আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে এখানে এসেছি।“ কিন্তু বিরোধী দলনেতার প্রাক্তন সেনাবাহিনীর ধর্নায় কীকাজ!

অর্থাৎ মঞ্চ খোলা নিয়ে তৃণমূল যে অভিযোগ সেদিন বিজেপির (BJP) বিরুদ্ধে তুলছিল, তা যে খুব একটা ভিত্তিহীন নয়, এদিনের ঘটনাতেই তা স্পষ্ট। এই ভাবেই আর জি কর আন্দোলনে রাজনীতির রং প্রকাশ হয়ে পড়ে। এবার প্রাক্তন সেনাদের আন্দোলনেও সেই গেরুয়া ছাপ স্পষ্ট হল।

Related articles

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...

১ কেজি পেঁয়াজ বেচে ২টাকাও জুটল না! মধ্যপ্রদেশে মিডলম্যানদের উৎপাতে দিশাহারা কৃষকরা

পেঁয়াজের দাম নেমে পৌঁছে গিয়েছে প্রতি কেজি ১টাকা ৯৯ পয়সায়। অর্থাৎ দুটাকাও দাম পাচ্ছেন না মধ্যপ্রদেশের (Madhyapradesh) পেঁয়াজ...

লেন্স নয় সিনেমার আত্মাকে ধরতে পারে মিউজিক, KIFF আড্ডায় নস্টালজিক শান্তনু

সিনেমার ভাষায় সুরের প্রয়োজনীয়তা কতটা, নির্বাক অনুভূতিকে কতটা বাঙময় করে তুলতে পারে মিউজিক, এ প্রশ্ন চিরকালীন। ৩১ তম...
Exit mobile version