উল্কার গতিতে ভারতীয় ক্রিকেটে উদয় হয়েছিল পৃথ্বি শ-র(Prithvi Shaw)। কিন্তু ভারতীয় ক্রিকেট দলে সুযোগ করতে পারেননি। তবে মাঠের বাইরে সমানভাবে চর্চায় আছেন পৃথ্বি। অভিনেত্রী এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আকৃতি আগরওয়ালের সঙ্গে প্রেম করছেন পৃথ্বী?

একটা সময় তাঁকে বলা হতো ভারতীয় ক্রিকেটার ভবিষ্যতের সবচেয়ে বড় তারকা। সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকরের পর মুম্বই থেকে ফের এক বিরল প্রতিভাবান ব্যাটার উঠে আসছেন বলেও একমত ছিলেন ক্রিকেটপ্রেমীরা।

সাম্প্রতিক সময়ে পৃথ্বী শ খেলার থেকেও মাঠের বাইরে বেশি চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা কম নয়, সম্প্রতি অভিনেত্রী এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আকৃতি আগরওয়ালের সঙ্গে পৃথ্বী শ-র নাম জড়িয়েছে। তবে জল্পনার মাত্রা আরও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে তাদের একসঙ্গে ছবি শেয়ার করাকে কেন্দ্র করে।

গণেশ পূজোয় দুজনে একইসঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন সেখানে সিদ্ধিদাতা গণেশ মূর্তির পাশে জোর হাতে প্রণামের ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন আকৃতি এবং পৃথ্বি। এই ছবি প্রকাশ্যে আসার পরই ও জল্পনা শুরু হয়েছে তারা হয়তো দুজনে প্রেম করছেন।

সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয় আকৃতি। ইনস্টাগ্রামে তাঁর ৩০ লক্ষ্যের কাছাকাছি ফলোয়ার্স রয়েছে। তিনি সবসময়ই স্টাইলিশ ছবি এবং নিত্য নতুন ভিডিও পোস্ট করেন।

:

সাম্প্রতিক সময়ে পৃথ্বি কোনও ভাবেই খেলার মাধ্যমে নজর কাড়তে পারেননি। মুম্বই ছেড়ে মহারাষ্ট্র দলে যোগ দিয়েছেন এমনকি শেষ বুচি বাবু টুর্নামেন্টে তিনটি ইনিংসে মাত্র ১৭৮ রান করেছেন। তবে ফের একবার ঘরোয়া ক্রিকেটে নিজেকে মেলে ধরতে প্রস্তুত পৃথ্বি।

–

–

–
–