Friday, November 14, 2025

আজ টেট আন্দোলন অযৌক্তিক, শীঘ্রই শূন্যপদ ঘোষণা : ব্রাত্য

Date:

আজকের টেট পরীক্ষার্থীদের বিধানসভা অভিযান ও আন্দোলন পুরোপুরি অর্থহীন ও অযৌক্তিক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনই অভিমত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (EM bratya basu)। একই সঙ্গে তিনি জানিয়ে দিলেন খুব শীঘ্রই ২০২২-এর টেটের শূন্যপদের ঘোষণা করা হবে।

ব্রাত্য (EM bratya basu) বলেন, “এমন সময়ে এই আন্দোলন করা হচ্ছে, যেখানে ক-দিন আগেই পর্ষদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যে শীঘ্রই শূন্যপদের তালিকা ঘোষণা করা হবে। খুব সম্ভবত আগামী দু-একদিনের মধ্যে তালিকা প্রকাশিত হবে। সেখানে দাঁড়িয়ে এই আন্দোলনের পিছনে কী উদ্দেশ্যে আছে আমি জানি না। খোদ পর্ষদ সভাপতিও কয়েকদিন আগে এ-কথাই বলেছেন। তবে ওঁরা শূন্যপদ নিয়ে যেটা বলছেন তা ঠিক নয়। কারণ, শূন্যপদের সংখ্যা নির্দিষ্ট করে এখনই বলা সম্ভব নয়। এটা আসে জেলাগুলি থেকে। জেলাগুলির পুরো রিপোর্ট পাওয়ার পরই এটা বলা সম্ভব।” তাই শূন্যপদের সংখ্যা নিয়ে আন্দোলনকারীদের দাবিও তিনি উড়িয়ে দেন।

আরও পড়ুন-ফের আদালতে মুখ পুড়ল কেন্দ্রের, মামলা শোনার এক্তিয়ার নিয়ে দাবি খারিজ হাই কোর্টে

শিক্ষামন্ত্রী আরও বলেন, “আমি প্রাথমিকের চাকরি প্রার্থীদের আশ্বস্ত করে বলছি, জেলাস্তরে শূন্যপদের তালিকা তৈরির কাজ প্রায় শেষ। চূড়ান্ত তালিকা পেলেই নোটিফিকেশন জারি হবে। তাই এই অবস্থায় দাঁড়িয়ে এখন আর এই জাতীয় আন্দোলনের কোনও মানে হয় না।”

বৃহস্পতিবার দুপুরে রানি রাসমনি রোড থেকে শুরু- এরপর ধর্মতলা পেরিয়ে বিধানসভা চত্বর পর্যন্ত টেট উত্তির্ণদের আন্দোলন। চাকরিপ্রার্থীদের দাবি, আজই নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে। না হলে রাজপথ ছাড়া হবে না। বিক্ষোভের জেরে ধর্মতলা-সহ সংলগ্ন রাস্তাগুলিতে তীব্র যানজট তৈরি হয়। এই আন্দোলনেরই প্রতিক্রিয়া দিলেন শিক্ষামন্ত্রী।

_

_

_

_

_

_

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version