Thursday, November 13, 2025

পুর নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টেও জামিন মিলল না অয়ন শীলের, তদন্ত শেষের সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

Date:

বিচারপতির বেঞ্চ আবেদন খারিজ করতে চলেছেন জানতে পেরেই জামিনের আর্জি প্রত্যাহার করে নিলেন নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত অয়ন শীল (Ayan Shil)। শুক্রবার, সুপ্রিম কোর্টে (Supreme Court) বিচারপতি নরসিমার ও বিচারপতি অতুল এস চান্দুরকরের বেঞ্চ এই মামলার শুনানি ছিল। ফলে আপাতত জেলেই থাকতে হচ্ছে হুগলির ব্যবসায়ীকে। পাশাপাশি, রাজ্যের ১৬টি পুরসভার নিয়োগ তদন্ত প্রক্রিয়া তিনমাসের মধ্যে শেষ করতে হবে বলে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট।

এদিন, অয়ন শীলের (Ayan Shil) আইনজীবীর দাবি ছিল, তদন্ত শ্লথ গতিতে চলছে। নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের উদাহরণ দিয়ে বলা হয়, পার্থ জামিন পেলে, অয়ন কেন নয়? পাল্টা সিবিআইয়ের আইনজীবীর দাবি, তদন্ত চলছে সঠিক গতিতে ও নিয়ম মেনে। ১৬টির মধ্যে ১৫টি পুরসভার নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ। পাল্টা অয়নের আইনজীবীর প্রশ্ন, চার্জশিট কোথায়? এরপরই প্রথমে সিবিআইকে ৬ মাস সময় বেঁধে দেয় আদালত। অয়নের আইনজীবী বলেন, অনেক সময় লেগে যাবে। শেষে তিনমাস সময় বেঁধে দেয় আদালত।

গত বছরের মার্চে পুরসভার নিয়োগ মামলায় ইডি অয়ন শীলকে গ্রেফতার করে। চলতি বছরের মার্চে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তাঁকে পুর নিয়োগ মামলায় শর্তসাপেক্ষে জামিন দেন। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিনের সঙ্গে একাধিক শর্ত দেওয়া হয়েছিল। তবে প্রাথমিকের নিয়োগ মামলাতেও তিনি অভিযুক্ত থাকায় জেলমুক্তি ঘটেনি।

তদন্তকারীরাদের অভিযোগ, পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা তুলেছিলেন অয়ন। শুধু তাই নয়, তাঁর বাড়ি, ফ্ল্যাট ও অফিসে তল্লাশি চালিয়ে ইডি উদ্ধার করে বিপুল পরিমাণ নথি, হার্ড ডিস্ক এবং ওএমআর শিটের ফোটো কপি। জেরায় অয়ন নিজেও স্বীকার করেছিলেন, প্রার্থী প্রতি মোটা অঙ্ক কমিশন নিয়ে প্রায় ৪০ কোটি টাকা সংগ্রহ করেছিলেন তিনি।

Related articles

দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

এক নাগাড়ে তিন দিন রাজধানীতে দূষণের চিত্রটা বদলাচ্ছে না অনেকবারেই। এই বিষয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।...

সলিল স্মৃতিতে প্রকাশিত স্বর্ণমুদ্রা

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ 'শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স'...

আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

বিস্ফোরক তথ্য। আধার-কার্ডকে শিখণ্ডী করে ভোটার তালিকা থেকে নাম বাদের ফন্দি চলছে। নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। যারা...

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...
Exit mobile version