Friday, November 14, 2025

পুর নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টেও জামিন মিলল না অয়ন শীলের, তদন্ত শেষের সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

Date:

বিচারপতির বেঞ্চ আবেদন খারিজ করতে চলেছেন জানতে পেরেই জামিনের আর্জি প্রত্যাহার করে নিলেন নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত অয়ন শীল (Ayan Shil)। শুক্রবার, সুপ্রিম কোর্টে (Supreme Court) বিচারপতি নরসিমার ও বিচারপতি অতুল এস চান্দুরকরের বেঞ্চ এই মামলার শুনানি ছিল। ফলে আপাতত জেলেই থাকতে হচ্ছে হুগলির ব্যবসায়ীকে। পাশাপাশি, রাজ্যের ১৬টি পুরসভার নিয়োগ তদন্ত প্রক্রিয়া তিনমাসের মধ্যে শেষ করতে হবে বলে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট।

এদিন, অয়ন শীলের (Ayan Shil) আইনজীবীর দাবি ছিল, তদন্ত শ্লথ গতিতে চলছে। নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের উদাহরণ দিয়ে বলা হয়, পার্থ জামিন পেলে, অয়ন কেন নয়? পাল্টা সিবিআইয়ের আইনজীবীর দাবি, তদন্ত চলছে সঠিক গতিতে ও নিয়ম মেনে। ১৬টির মধ্যে ১৫টি পুরসভার নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ। পাল্টা অয়নের আইনজীবীর প্রশ্ন, চার্জশিট কোথায়? এরপরই প্রথমে সিবিআইকে ৬ মাস সময় বেঁধে দেয় আদালত। অয়নের আইনজীবী বলেন, অনেক সময় লেগে যাবে। শেষে তিনমাস সময় বেঁধে দেয় আদালত।

গত বছরের মার্চে পুরসভার নিয়োগ মামলায় ইডি অয়ন শীলকে গ্রেফতার করে। চলতি বছরের মার্চে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তাঁকে পুর নিয়োগ মামলায় শর্তসাপেক্ষে জামিন দেন। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিনের সঙ্গে একাধিক শর্ত দেওয়া হয়েছিল। তবে প্রাথমিকের নিয়োগ মামলাতেও তিনি অভিযুক্ত থাকায় জেলমুক্তি ঘটেনি।

তদন্তকারীরাদের অভিযোগ, পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা তুলেছিলেন অয়ন। শুধু তাই নয়, তাঁর বাড়ি, ফ্ল্যাট ও অফিসে তল্লাশি চালিয়ে ইডি উদ্ধার করে বিপুল পরিমাণ নথি, হার্ড ডিস্ক এবং ওএমআর শিটের ফোটো কপি। জেরায় অয়ন নিজেও স্বীকার করেছিলেন, প্রার্থী প্রতি মোটা অঙ্ক কমিশন নিয়ে প্রায় ৪০ কোটি টাকা সংগ্রহ করেছিলেন তিনি।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version