Friday, November 14, 2025

ছাত্রী মৃত্যুর পর নড়ে বসল যাদবপুর প্রশাসন: তবুও সিসিটিভি বসার সিদ্ধান্ত অন্ধকারে

Date:

ফি বছর নিয়ম করে পড়ুয়ার মৃত্যু। একের পর এক অস্বাভাবিক মৃত্যু। কখনও জনপ্রতিনিধিদের হেনস্থা। অবশেষে চাপের মুখে ক্যাম্পাসে বহিরাগত (outsider) প্রবেশে নতুন করে নিষেধাজ্ঞা জারি যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষের। যদিও নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন – সিসিটিভি (CCTV) নজরদারি নিয়ে এখনও কোনও উত্তর দিতে পারল না যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

স্নাতকের তৃতীয় বর্ষের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সবদিক থেকেই আবার যাদবপুরের নিরাপত্তা প্রশ্নের মুখে। এই পরিস্থিতিতে নির্দেশিকা প্রকাশ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র (ID card) ছাড়া কেউ ক্যাম্পাসের ভেতরে ঢুকতে পারবেন না। সন্ধ্যা ৭:০০টা থেকে সকাল ৭:০০ টা পর্যন্ত বিশেষত, বিশ্ববিদ্যালয় (Jadavpur University) চত্বরে ঢুকতে গেলে আই কার্ড (ID card) দেখানো বাধ্যতামূলক করল কর্তৃপক্ষ। সেইসঙ্গে প্রাতঃভ্রমণকারী বা সান্ধ্য ভ্রমণকারীদের প্রবেশের জারি হল নিষেধাজ্ঞা।

বিশ্ববিদ্যালয় চত্বরে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া ঢুকতে গেলে রেজিস্টারে নাম নথিবদ্ধ করতে হবে, কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। এবং তার প্রমাণও দাখিল করতে হবে। এর পাশাপাশি ক্যাম্পাসের ভিতরে দুই চাকা, চার চাকা গাড়ির প্রবেশের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের স্টিকার (sticker) ছাড়া প্রবেশে জারি হল নিষেধাজ্ঞা।

আরও পড়ুন: ভাষা সন্ত্রাসের বলি আরও এক বাঙালি! শ্রমিক হত্যায় সরব তৃণমূল

তবে এত কিছুর পরেও আদতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কতটা নিরাপদ, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ এত বড় ক্যাম্পাসে নজরদারির জন্য যে সিসিটিভির (CCTV) প্রয়োজন, তা নিয়ে কোনও সিদ্ধান্ত শুক্রবারে নিতে পারল না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version