Saturday, November 15, 2025

ছাত্রী মৃত্যুর পর নড়ে বসল যাদবপুর প্রশাসন: তবুও সিসিটিভি বসার সিদ্ধান্ত অন্ধকারে

Date:

ফি বছর নিয়ম করে পড়ুয়ার মৃত্যু। একের পর এক অস্বাভাবিক মৃত্যু। কখনও জনপ্রতিনিধিদের হেনস্থা। অবশেষে চাপের মুখে ক্যাম্পাসে বহিরাগত (outsider) প্রবেশে নতুন করে নিষেধাজ্ঞা জারি যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষের। যদিও নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন – সিসিটিভি (CCTV) নজরদারি নিয়ে এখনও কোনও উত্তর দিতে পারল না যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

স্নাতকের তৃতীয় বর্ষের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সবদিক থেকেই আবার যাদবপুরের নিরাপত্তা প্রশ্নের মুখে। এই পরিস্থিতিতে নির্দেশিকা প্রকাশ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র (ID card) ছাড়া কেউ ক্যাম্পাসের ভেতরে ঢুকতে পারবেন না। সন্ধ্যা ৭:০০টা থেকে সকাল ৭:০০ টা পর্যন্ত বিশেষত, বিশ্ববিদ্যালয় (Jadavpur University) চত্বরে ঢুকতে গেলে আই কার্ড (ID card) দেখানো বাধ্যতামূলক করল কর্তৃপক্ষ। সেইসঙ্গে প্রাতঃভ্রমণকারী বা সান্ধ্য ভ্রমণকারীদের প্রবেশের জারি হল নিষেধাজ্ঞা।

বিশ্ববিদ্যালয় চত্বরে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া ঢুকতে গেলে রেজিস্টারে নাম নথিবদ্ধ করতে হবে, কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। এবং তার প্রমাণও দাখিল করতে হবে। এর পাশাপাশি ক্যাম্পাসের ভিতরে দুই চাকা, চার চাকা গাড়ির প্রবেশের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের স্টিকার (sticker) ছাড়া প্রবেশে জারি হল নিষেধাজ্ঞা।

আরও পড়ুন: ভাষা সন্ত্রাসের বলি আরও এক বাঙালি! শ্রমিক হত্যায় সরব তৃণমূল

তবে এত কিছুর পরেও আদতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কতটা নিরাপদ, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ এত বড় ক্যাম্পাসে নজরদারির জন্য যে সিসিটিভির (CCTV) প্রয়োজন, তা নিয়ে কোনও সিদ্ধান্ত শুক্রবারে নিতে পারল না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version