Friday, November 14, 2025

ভোটমুখী অসমে উদার মোদি: ঘোষণা ১৮ হাজার কোটির প্রকল্প

Date:

ডবল ইঞ্জিন রাজ্য হলেই সাত খুন মাফ। দুর্নীতিকে স্বজনপোষণের মোড়কে মুড়ে ফেলে সেখানেই ঢালাও কেন্দ্রীয় প্রকল্প ঘোষণা হবে। এটাই নরেন্দ্র মোদি শাসিত ভারতের কেন্দ্রীয় সরকারের বর্তমানের নীতি হয়ে দাঁড়িয়েছে। পাশের রাজ্য বাংলায় এসে যেখানে নরেন্দ্র মোদি (Narendra Modi) বাঙালিকে খালি হাতেই ফিরিয়ে দেন, সেখানে প্রতিবেশী রাজ্য অসমে ঢালাও প্রকল্পের ঘোষণা করেন প্রধানমন্ত্রী (Prime Minister)। এতেই প্রমাণিত, ভোট বড় বালাই। তাই ২০২৬ অসম নির্বাচনকে সামনে রেখে অসমে রবিবার দরাজ প্রধানমন্ত্রী।

রবিবার কেন্দ্রীয় প্রকল্পের ঘোষণায় যোগ দিতে শনিবারই অসম (Assam) পৌঁছেছিলেন নরেন্দ্র মোদি। শনিবার মনিপুরের মানুষের প্রত্যাশার ফানুস বিনা প্রতিশ্রুতিতে চুপসে দিয়ে অসম চলে আসেন প্রধানমন্ত্রী। কারণ সেখানে তাঁর ১৮ হাজার কোটির প্রকল্প ঘোষণা করার ছিল। রাস্তাঘাট থেকে সেতু, মেডিক্যাল কলেজ, শিল্প সংক্রান্ত প্রকল্পের ঘোষণা ও উদ্বোধন করেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। তবে উদ্বোধন যেখানে তৈল শোধনাগার সংক্রান্ত একটি ও একটি পরিবেশ বান্ধব প্রকল্পের হয়েছে, সেখানে বাকি সবই হয়েছে শিলান্য়াস। সেখানেই প্রমাণিত ২০২৬ নির্বাচনকে লক্ষ্য রেখেই এবারের মোদির অসম সফর।

বাংলায় এসে বাংলাপ্রেমি ও বাংলার বাইরে বাংলা বিরোধী নীতি তুলে ধরা মোদি অসমে অসম-প্রেমি হয়ে ধরা দেন। সেখানে ভূপেন হাজারিকাকে  ভূপেনদা বলে সম্বোধন করতেও শোনা যায় নরেন্দ্র মোদিকে। এমনকি দাবি করেন, ভূপেন হাজারিকার দেখানো পথে উত্তরপূর্বের উন্নয়নে নজর দেবে অসমের ডবল ইঞ্জিন (double engine) সরকার।

আরও পড়ুন: পুজোর আগেই শহরে ‘বেঙ্গল ফেস্টিভ্যাল ফেয়ার’, হস্তশিল্পীদের পাশে কলকাতার পুজো কমিটিগুলি 

অসমের মতো সীমান্তবর্তী রাজ্যে গেলেই অনুপ্রবেশ প্রশ্নের মুখে পড়তে হবে প্রধানমন্ত্রীকে, এটা জেনেই সেখানেও অনুপ্রবেশ নিয়ে সরব মোদি। দাবি করেন, অনুপ্রবেশের (infiltration) চক্রান্ত চলছে। যার ফলে জনবিন্যাসের পরিবর্তন করে দেওয়া হচ্ছে। বিরোধী যারা অনুপ্রবেশকারীদের সমর্থনে আছেন, তাঁদের এই ইস্যুতে সামনে এসে পরামর্শ দেওয়ার দাবি জানান তিনি। স্বাভাবিকভাবেই অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের ভুলে যেভাবে দেশে, অসমে অনুপ্রবেশ হচ্ছে, তা নিয়ে কোনও উত্তর নেই বলেই অনুপ্রবেশ হয়ে যাওয়ার পরে তা প্রতিরোধের প্রশ্ন মোদির মুখে।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version