চারপাশে রক্তবীজের মতো বেড়ে যাচ্ছে আততায়ীয় সংখ্যা, তাদের গোড়া থেকে নির্মূল করতে প্রত্যেকটা মুহূর্তে কাজ করে চলেছে রাজ্য ও দেশের পুলিশ। রক্তবীজ টু-র (Raktabeej 2) গ্র্যান্ড ট্রেলার লঞ্চে তাই উর্দিধারী সমাজ রক্ষকদের একটি ছোট্ট অডিও- ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে ট্রিবিউট দিয়েই সিনেমার কথা বলতে শুরু করলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprasad Mukherjee)। অনুষ্ঠান মঞ্চ থেকে শুরু করে প্রবেশদ্বার সর্বত্রই ট্রেলার মুক্তির কথা ঘোষণা করা হলেও সমাজ মাধ্যমের পাতা থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্মে কোথাও মঙ্গলবার রাত পর্যন্ত বহু প্রতীক্ষিত সিনেমার ট্রেলারের ঝলক মিলল না। কেন? সিনেমার মূল খলনায়ক তখনও ইডি দফতর থেকে বের হতে পারেননি বলে? নাকি এটাই প্রচার কৌশল? আসলে শিবপ্রসাদ- নন্দিতার ছবি মানেই গল্প থেকে গান, চরিত্র থেকে প্রেক্ষাপট সবেতেই টুইস্ট থাকতে বাধ্য। এবারেও ব্যতিক্রম হল না। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার ট্রেলার লঞ্চ হল ঠিকই, কিন্তু চাইলেই এক্ষুনি তা দেখা যাবে না। অপেক্ষা করতে হবে বিশ্বকর্মা পুজোর সকাল পর্যন্ত।

এদিন আলিপুর বডিগার্ড লাইনে আয়োজিত অনুষ্ঠানে সিনেমার কলাকুশলীদের পাশাপাশি উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জয়েন্ট কমিশনার অফ পুলিশ শুরু করে ডেপুটি কমিশনার। পুলিশের জীবনের লড়াই অসহায়তা নিঃস্বার্থ কর্ম জীবনকে বড় পর্দার মাধ্যমে সকলের সামনে তুলে ধরার জন্য প্রত্যেকেই শুভেচ্ছা ও ধন্যবাদ জানান পরিচালকদ্বয়কে। ডেপুটি কমিশনার অলোক সান্যাল বলেন, পুলিশের জীবনের প্রত্যেকটা মুহূর্তেই একটা করে রোমহর্ষক গল্প তৈরি হয়। একজন ওসি থেকে শুরু করে দায়িত্বপ্রাপ্ত অফিসার তাঁর ক্যারিয়ারে এমন এমন কেস সলভ করেন যার প্রতিটা আলাদা আলাদা করে নতুন নতুন সিনেমার জন্ম দিতে পারে। অভিনেত্রী সীমা বিশ্বাসকে (Seema Biswas) এদিন কিছুটা নস্টালজিক হতে দেখা যায়। শিবপ্রসাদ মুখোপাধ্যায় সঙ্গে তাঁর অভিনয় জীবনের বেশকিছু মুহূর্তের কথা তুলে ধরেন। আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) বলেন, রক্তবীজে (Raktabeej )দুর্গা পুজোর সময়টি তুলে ধরা হয়েছিল। তবে রক্তবীজ টু আরো ছমাস পরের ঘটনা বলবে।

সিনেমার সাফল্যের ব্যাপারে আশাবাদী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। একই সুর শোনা গেল অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের (Koushani Mukherjee) গলাতেও। ছিলেন কাঞ্চন মল্লিক, অনন্যা বন্দ্যোপাধ্যায়ও।

এদিনের অনুষ্ঠানে যেমন কলাকুশলীদের কথা শোনার আগ্রহ ছিল ঠিক তেমনই চমক দিয়ে সিনেমায় ব্যবহৃত সবকটি গানের প্রথম অংশ মিডিয়া ও উপস্থিত দর্শকদের সামনে পরিবেশনার ব্যবস্থা করেছিল উইন্ডোজ প্রোডাকশন হাউস। তাই শিবপ্রসাদের অনুরোধে শ্রেষ্ঠা-সুচরিতা- ইমনরা গেয়ে শোনালেন দু-এক কলি। নন্দিতা রায় (Nandita Roy) ছবি প্রতি কলাকুশলীদের ভালোবাসার কথা শেয়ার ধরেন। আর সবশেষে চমক দিয়ে অপর পরিচালক শিবপ্রসাদ জানান, মঙ্গলের অনুষ্ঠানে একটা প্রিভিউ ট্রেলার দেখানো হবে। বুধবার বিশ্বকর্মা পুজো আর সিনেমা জগতের মানুষের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বকর্মার আশীর্বাদেই সিনেমা সৃষ্টির সুযোগ মেলে। তাই ১৭ সেপ্টেম্বর সকাল দশটায় ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে চলেছে রক্তবীজ টু-র ট্রেলার। অগত্যা অনুরাগীদের অপেক্ষা করতে হবে আরও প্রায় ঘণ্টা বারো।

–

–

–

–

–

–
–